Top News

মারিশ্যা ইউনিয়ন বিএনপি’র কমিটি পূর্ণগঠন ‎

 মারিশ্যা ইউনিয়ন বিএনপি’র কমিটি পূর্ণগঠন

‎নিজস্ব প্রতিবেদন-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৩৩ নং মারিশ্যা ইউনিয়ন বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

‎সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চৌমুহনী বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

‎সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি নুর মোহাম্মদ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎নবগঠিত কমিটিতে মোঃ ছব্বত আলী'কে সভাপতি, মোঃ ওমর ফারুক'কে সাধারণ সম্পাদক এবং মোঃ সাইজ উদ্দিন সাজু'কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

‎সভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ নবগঠিত ইউনিয়ন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। একই সঙ্গে তারা দলীয় ঐক্য রক্ষা ও তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post