মারিশ্যা ইউনিয়ন বিএনপি’র কমিটি পূর্ণগঠন
নিজস্ব প্রতিবেদন-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৩৩ নং মারিশ্যা ইউনিয়ন বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চৌমুহনী বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি নুর মোহাম্মদ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে মোঃ ছব্বত আলী'কে সভাপতি, মোঃ ওমর ফারুক'কে সাধারণ সম্পাদক এবং মোঃ সাইজ উদ্দিন সাজু'কে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ নবগঠিত ইউনিয়ন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। একই সঙ্গে তারা দলীয় ঐক্য রক্ষা ও তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।



Post a Comment