Top News

বাঘাইছড়িতে বিএনপির উঠান বৈঠন অনুষ্ঠিত

 বাঘাইছড়িতে বিএনপির উঠান বৈঠন অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম জালাল 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ২৯৯ নং আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রচারণা ও দলের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রগঠনের কর্মসূচি তুলে ধরার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিকালে ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে মোঃ কফিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আঃ খালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাজাহান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, উপজেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নুর, মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আব্দুল মান্নান এবং ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোনাফসহ স্থানীয় বিএনপি পরিবারের ৫–৬ শতাধিক নেতা-কর্মী।

বক্তব্যে সেলিম উদ্দিন বাহারী বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করতে দলের প্রত্যেক কর্মীকে একযোগে কাজ করতে হবে। জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি শান্তিপূর্ণ ও দলীয় শৃঙ্খলার মধ্যে থেকে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং ধর্মকে পুঁজি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে মা-বোনদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

Post a Comment

Previous Post Next Post