বাঘাইছড়িতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদন-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি উপজেলা, পৌর ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে চৌমুহনী দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা’র সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ,জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি যখন অনিশ্চয়তার মুখোমুখি, তখন সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেয়। বক্তারা আরও বলেন, সেদিন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করা হয়, যা দেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করে এবং উন্নয়নধারার নতুন সূচনা হয়।
বক্তারা আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা জরুরি। তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র নির্ধারণের গুরুত্বপূর্ণ লড়াই। তাই সকল নেতাকর্মীকে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং জনগণের আস্থার ভিত্তিতে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।



Post a Comment