বাঘাইছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি-
“প্রযুক্তি ও মমতায় কল্যাণ, সমতায় আস্থা—আজ সমাজসেবা” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে সরকার বিভিন্ন সময়োপযোগী ও টেকসই প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু, অনাথ, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নির্যাতিত নারী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এসব কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Post a Comment