বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ
মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে তীব্র শীতের প্রকোপ থেকে শিশুদের সুরক্ষা দিতে সাজেক ইউনিয়নের বাঘাইহাট হেফজ মাদ্রাসা ও আমতলী ইউনিয়নের ৩টি এতিমখানা এবং এলাকাবাসীদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, “তীব্র শীতে অসহায় ও এতিম শিশুদের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।” এসময় তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সমাজের সামর্থ্যবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসেন, তবেই প্রকৃত দুস্থদের কাছে সঠিক সময়ে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য দুর্গম এলাকার অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝেও এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

Post a Comment