Top News

বাঘাইছড়িতে আস-সুন্নাহ ইসলামীক একাডেমির ২য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ‎

 বাঘাইছড়িতে আস-সুন্নাহ ইসলামীক একাডেমির ২য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

‎মোঃ আসিফ ইসলাম সাইফ

‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে আস-সুন্নাহ ইসলামীক একাডেমির উদ্যোগে হেফজ শাখার ছাত্রদের পাগড়ী প্রদান ও ছাত্রীদের হিজাব প্রদান উপলক্ষ্যে ২য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বাদে আছর চৌমুহনী মুক্ত মঞ্চে আয়োজিত এ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎উক্ত ওয়াজ মাহফিলে উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা ফয়জুল আমিন কুতুবী'র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন চট্টগ্রাম হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মুফতি ও উচ্চতর ইসলামী আইন অনুষদ ও গবেষণা বিভাগের শিক্ষক হযরত মাওলানা মুফতি রাশেদুল ইসলাম।

‎এসময় অত্র মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা জহিরুল ইসলামের সঞ্চলনায় মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শালমদী মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা ওমর ফারুক আনসারী। বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান রাখেন হযরত মাওলানা মুফতী আমির হোসেন আড়াইহাজারী, খতিব মানিকপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, নারায়ণগঞ্জ।

‎উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি দিঘীনালা বোয়ালখালী ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ মেহেরী এবং হাফেজ মোঃ তবারক হোসেন। বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেন মুফতি নাজমুল হাসান, পরিচালক, খতমে নবুওয়ত মাদ্রাসা, কবিরপুর, বাঘাইছড়ি রাঙ্গামাটি।

‎এছাড়াও আরো বয়ান পেশ করেন স্থানীয় সম্মানিত ওলামায়ে কেরামগন। অনুষ্ঠানে হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে পাগড়ী,হিজাব ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

‎উক্ত ওয়াজ মাহফিলে বাঘাইছড়ি উপজেলার সহ আশপাশের এলাকার হাজারো ধর্ম প্রাণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বিভিন্ন ইসলামী বক্তব্য তুলে ধরে আলোচনা করেন। পরে দেশ জাতি ও নিজেদের কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আস-সুন্নাহ ইসলামীক একাডেমির ২য় বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপ্তি হয়।

Post a Comment

Previous Post Next Post