Top News

বাঘাইছড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, ডিসপ্লে ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা ‎

 বাঘাইছড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, ডিসপ্লে ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা 

‎মোঃ আসিফ ইসলাম সাইফ 

‎বাঘাইছড়ি প্রতিনিধি—

‎মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। এ সময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয়ের আনন্দ প্রকাশ করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী এবং তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়। 

‎বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

‎শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। 

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক,শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

‎অনুষ্ঠানের একপর্যায়ে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post