বাঘাইছড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ, ডিসপ্লে ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা
মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি—
মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। এ সময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয়ের আনন্দ প্রকাশ করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী এবং তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়।
বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক,শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের একপর্যায়ে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।


Post a Comment