Top News

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত আলোচনা সভা আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুর আলম, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌস, সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, রাঙ্গামাটি টিটিসি প্রতিনিধি মোমিনুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন, বৈধভাবে বিদেশ গমন এবং রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দালালচক্র এড়িয়ে সঠিক প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Post a Comment

Previous Post Next Post