বাঘাইছড়িতে প্রথম বারের মতো রুপকারি মুসলিম ব্লকে ওয়াজ মাহফিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদন- বাঘাইছড়ি,
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার রুপকারি মুসলিম ব্লক দারুল হেদায়া নূরানী মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ১ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বাদ আসর রুপকারী মুসলিম ব্লক মাহফিল পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় রুপকারী মুসলিম ব্লক জামে মসজিদ সংলগ্ন ময়দানে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বার্ষিক সভা ও ওয়াজ মাহফিলে বাঘাইছড়ি উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন লংগদু উপজেলার শিশির বাজার জামে মসজিদের খতিব মাওলানা ইসমাইল বিন মাকসুদ।
উক্ত ওয়াজ মাহফিলে পুরাতন মারিশ্যা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ সালাহ উদ্দিন এর সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে তাসরিফ আনলেন বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতী সোলাইমান খাঁন, এবং প্রধান আলোচক হিসেবে তাসরিফ আনলেন খাগড়াছড়ি দিঘীনালা বাস টার্মিনাল জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ রুহুল আমিন।
এসময় বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ কবির আহাম্মদ, চৌমুহনী সদর জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান সহ আরো দেশ বরেণ্য সম্মানিত ওলামায়ে কেরামগন।
উক্ত ওয়াজ মাহফিলে বাঘাইছড়ি উপজেলার সহ আশপাশের এলাকার হাজারো ধর্ম প্রাণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বিভিন্ন ইসলামী বক্তব্য তুলে ধরে আলোচনা করেন। পরে দেশ জাতি ও নিজেদের কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে রুপকারি মুসলিম ব্লক দারুল হেদায়া নূরানী মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে ১ম বার্ষিক সভা ও ওয়াজ মাহফিলের সমাপ্তি হয়।

Post a Comment