Top News

রাস্তার অভাবে গভীর রাত থেকে রাস্তায় পড়ে ছিল মরদেহ; সংবাদ প্রকাশের পর তাৎক্ষণিক ইউএনওর পরিদর্শন ও আশ্বাস ‎

 রাস্তার অভাবে গভীর রাত থেকে রাস্তায় পড়ে ছিল মরদেহ; সংবাদ প্রকাশের পর তাৎক্ষণিক ইউএনওর পরিদর্শন ও আশ্বাস

‎মোঃ আসিফ ইসলাম সাইফ
‎বাঘাইছড়ি প্রতিনিধি—

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডে রাস্তাঘাটের চরম দুরবস্থার কারণে গভীর রাত থেকে রাস্তায় পড়ে ছিল আবুল বশরের মরদেহ—এমন সংবাদ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

‎ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান মহোদয়।
‎পরিদর্শনকালে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা প্রকাশ করেন। পাশাপাশি স্থানীয় জনগণের সাথেও মতবিনিময় করেন ইউএনও।

‎এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

‎এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানান।

Post a Comment

Previous Post Next Post