Top News

বাঘাইছড়িতে শহীদ হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎

 বাঘাইছড়িতে শহীদ হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎মোঃ আসিফ ইসলাম সাইফ

‎বাঘাইছড়ি প্রতিনিধি—

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে দেশের সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা মেধাবৃত্তি কার্যক্রমের অংশ হিসেবে শহীদ হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা–২০২৫ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার কাচালং দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

‎পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বাঘাইছড়ি উপজেলার নিবার্হী কর্মকর্তা আমেনা মারজান, কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান মীর কামাল হোসেন, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ হোসাইন আহম্মদ সাজু,উপজেলা আহলে সুন্নত ওয়াল জামায়তের সিনিয়র সহ-সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ আব্দুল বারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও আয়োজক কমিটির দায়িত্বশীলরা।

‎এসময় পরিদর্শনবৃন্দ বলেন,“শিক্ষার মান উন্নয়নে মেধাবৃত্তি পরীক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ায় এবং মেধা বিকাশে সহায়তা করে। শহীদদের স্মরণে আয়োজিত এই বৃত্তি পরীক্ষা সত্যিই প্রশংসনীয়।”

‎আয়োজক কমিটি জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় উৎসাহিত করতেই এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

‎অভিভাবক ও শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষার আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎আয়োজক সূত্রে আরও জানা যায়, চলতি বছর সারাদেশে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে ১৬৯টি কেন্দ্রে মোট ৫১ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

‎উল্লেখ্য, শহীদ হালিম–লিয়াকত স্মৃতি সংসদ এর আয়োজনে পরিচালিত এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি শহীদ হালিম ও লিয়াকতের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Post a Comment

Previous Post Next Post