বাঘাইছড়িতে শহীদ হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা আগামীকাল
মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি—
দেশের সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা মেধাবৃত্তি শহীদ হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা–২০২৫ আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে।
শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ, বাঘাইছড়ি-এর আয়োজনে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করা এবং শহীদ হালিম ও লিয়াকতের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হবে।
বাঘাইছড়ি উপজেলায় পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে কাচালং দাখিল মাদ্রাসা। আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃত্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক মোঃ আব্দুল জলিল জানান, দেশের অন্যান্য অঞ্চলের মতো বাঘাইছড়িতেও এবার ২৭০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। তিনি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, চলতি বছর সারাদেশে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে ১৬৯টি কেন্দ্রে মোট ৫১ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
উল্লেখ্য, শহীদ হালিম–লিয়াকত স্মৃতি সংসদ এর আয়োজনে পরিচালিত এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি শহীদ হালিম ও লিয়াকতের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আয়োজক কমিটি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Post a Comment