Top News

বাঘাইছড়িতে শহীদ হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা আগামীকাল ‎

 বাঘাইছড়িতে শহীদ হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা আগামীকাল

‎মোঃ আসিফ ইসলাম সাইফ
‎বাঘাইছড়ি প্রতিনিধি—

‎দেশের সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা মেধাবৃত্তি শহীদ হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা–২০২৫ আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে।

‎শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ, বাঘাইছড়ি-এর আয়োজনে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করা এবং শহীদ হালিম ও লিয়াকতের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হবে।

‎বাঘাইছড়ি উপজেলায় পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে কাচালং দাখিল মাদ্রাসা। আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‎বৃত্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক মোঃ আব্দুল জলিল জানান, দেশের অন্যান্য অঞ্চলের মতো বাঘাইছড়িতেও এবার ২৭০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। তিনি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

‎আয়োজক সূত্রে জানা গেছে, চলতি বছর সারাদেশে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে ১৬৯টি কেন্দ্রে মোট ৫১ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

‎উল্লেখ্য, শহীদ হালিম–লিয়াকত স্মৃতি সংসদ এর আয়োজনে পরিচালিত এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি শহীদ হালিম ও লিয়াকতের স্মৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎আয়োজক কমিটি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post