বাঘাইছড়িতে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের তত্ত্বাবধানে জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার তত্ত্বাবধানে মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা স্কুল-মাদ্রাসায় একযোগে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকা থেকে উপজেলার নির্ধারিত ২টি কেন্দ্র কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কাচালং দাখিল মাদ্রাসায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং চার দিনব্যাপী এই বৃত্তি পরীক্ষা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বাঘাইছড়ি উপজেলার নিবার্হী কর্মকর্তা আমেনা মারজান, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন।
পরীক্ষায় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৯০ জন শিক্ষার্থী থেকে ২৮ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পরিক্ষা কেন্দ্রে এবং কাচালং দাখিল মাদ্রাসায় ৫১ জন শিক্ষার্থী থেকে ৫ জন শিক্ষার্থী অনুপস্থিত।
নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা শুরু হয় এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশে শেষ হয়। কেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, পরিদর্শক ও স্বেচ্ছাসেবকরা সার্বিক তদারকি করেন।
পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায়।



Post a Comment