Top News

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন।

 জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন। 

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। তিনি ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। দিনটি উপলক্ষে আজ রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিএনপি পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি আয়োজন করা হয়। 


দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে আজ রবিবার ভোরে চৌমুহনী সদরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সন্ধ্যা ৬ঘটিকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু মহোদয়।  আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দু 


উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তম, স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্বে। সেদিন থেকেই দেশবাসী তাঁর অসাধারণ নেতৃত্বের পরিচয় পায়। দেশের সব সংকটে তিনি ত্রাণকর্তা হিসেবে বারবার অবতীর্ণ হয়েছেন।

Post a Comment

Previous Post Next Post