Bangladesh media

Monday, January 20, 2025

বাঘাইছড়ি পোস্ট অফিস নয় এযেনো পরিত্যক্ত গোয়াল ঘর।

 বাঘাইছড়ি পোস্ট অফিস নয় এযেনো পরিত্যক্ত গোয়াল ঘর।

আধুনিক তথ্য প্রযুক্তির এ যুগেও পোস্ট অফিসের প্রয়োজনীয়তা ফুরোয়নি। এখনও সরকারের বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় চিঠিপত্র পোস্ট অফিসের মাধ্যমে আদান-প্রদান হয়ে থাকে।




রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা পোস্ট অফিসের জরাজীর্ণ অবস্থা এলাকার জনগণের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশের এক গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত পোস্ট অফিস আজ নিজেই সংকটের মুখে। দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়ে এই পোস্ট অফিসটির অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। 


সরেজমিনে দেখা গেছে, মারিশ্যা পোস্ট অফিসের বর্তমান চিএ অত্যন্ত দুঃখজনক। জানালা গুলো ভেঙে পড়ে আছে ও দরজা গুলোর অবস্থা ভয়াবহ। বর্ষামৌসুমে আরো ভয়াবহ অবস্থা হয়ে উঠে। বৃষ্টি হলে অফিসের বিতরে পানি ডুকে পড়ে, এমনকি বৃষ্টির পানি ছাঁদ থেকে ছুঁইয়ে পড়ে। যার ফলে নথি ও অন্যান্য সামগ্রী নষ্ট হওয়ার আশস্কা হয়।

আরো রয়েছে নিরাপত্তারও সমস্যা। যেকোনো সময় ভবনটি ভেঙে দুর্ঘটনার আশঙ্কা করছেন কর্মরত ২জন কর্মকর্তা-কর্মচারী।


এ ছাড়া অফিসের চারপাশ ময়লা-আবর্জনায় ভরা। মানুষ যখন তখন সেখানে মলমূত্র ত্যাগ করে। পাশের শৌচাগার ও ঢাকনা বিহীন নালা থেকে দুর্গন্ধ আসে। ফলে নাকে রুমাল চেপে যেতে হয় পোস্ট অফিসে। দেখে মনে হয় পরিত্যক্ত একটি গোয়াল ঘর পড়ে আছে। অথচ সেখানেই বছরের পর বছর ধরে চলছে কার্যক্রম। 


মোঃ সজিব হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, বিভিন্ন ধরনের ডিজিটাল যুগের জিনিসপত্র চলে আসছে এখন আর পোস্ট অফিসে যেতে হয় না। তাছাড়া পোস্ট অফিসের যে অবস্থা তাতে মানুষ খুব বেশি দরকার বা ঠেকায় না পড়লে সেখানে যায় না।

মোঃ আজিজুল রহমান স্হানীয় ব্যক্তি বলেন বর্তমানে মারিশ্যা পোস্ট অফিসের অবস্থা খুবেই ভয়াবহ। প্রতিবছরের বন্যা হলে পানিতে তলিয়ে যায় ও রাস্তা থেকে অনেক নিচু একটা জায়গায় এ ভবনটি। আমরা প্রশাসেন কাছে অনুরোধ করছি আমাদের এই পুরনো ভবনটি ভেঙে নতুন একটি ভবন নির্মাণ করে দেওয়ার জন্য। 


এ বিষয়ে মারিশ্যা পোস্ট মাস্টার সুবল কান্তি বড়ুয়া বলেন, আমরা লিখিত এবং মৌখিক ভাবে জেলা পোস্ট মাস্টারকে বিষয়টি অবগত করলেও আমাদের কোন প্রতি উত্তর দেয় নি। এখানে মানুষের সম্পদ যেমন অনিরাপদ, তেমনি আমাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। বর্ষার মৌসুমে কাজ করা একই বারে অসম্ভব হয়ে পরে।

অফিসের অবস্থা খুবই খারাপ। খুব কষ্ট করে চাকরির স্বার্থে আমরা এখানে দায়িত্ব পালন করছি। এখানে সুস্থ মানুষ এলে দুর্গন্ধে বা এখানকার অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ হয়ে যাবে।



জেলা পোস্ট মাস্টার গোপাল নাথ বলেন, মারিশ্যা-৪৫৯০ পোস্ট অফিসের বিষয়ে আমি/আমরা অবগত আছি। আমাদের এমন বেশ কয়েকটি পোস্ট অফিসের নাজেহাল অবস্থা রয়েছে। ধাপে ধাপে কাজ চলছে। বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা পোস্ট অফিসের প্রকল্প আসলে ওটার কাজ শুরু করা হবে।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...