Bangladesh media

Wednesday, March 26, 2025

বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ইফার এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬মার্চ) বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সকাল ১১ টায় খতমে কুরআন ও বেলা ১২ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মডেল কেয়ারটেকার এর সুপারভাইজার মো: বোরহান উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার এর ফিল্ড সুপারভাইজার মো: নুরুন্নবী।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদ এর খতিব মাওলানা মুফতী সোলাইমান খাঁন সহ মডেল মসজিদের কেয়ারটেকার,  বিভিন্ন এলাকা থেকে আগত ইমাম-মুয়াজ্জিন ও উপজেলার ইফার সকল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দু।

এসময় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি চারণ করেন বলেন আজ আমাদের গৌরবময় স্বাধীনতা দিবস। এই দিনটি শুধুমাত্র একটি তারিখ নয়, এটি ত্যাগ, সাহস এবং অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। আমরা গভীর শ্রদ্ধা জানাই তাদের প্রতি, যারা নিজের জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। 

পরে অনুষ্ঠানে দেশের সমৃদ্ধি, জনগণের কল্যাণ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...