Top News

বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

 বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৫ যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দিনের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ কার্যালয় এ চত্বরে জাতীয় সঙ্গীতের তালে তালে সালামি মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করেন ও প্যারেডের শুভ সূচনা করেন। পরে প্যারেডে পুলিশ বাহিনী, আনসার বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী হয়, উক্ত প্যারেড প্রদর্শনীতে নেতৃত্ব দেন বাঘাইছড়ি থানা'র সাব ইন্সপেক্টর পুলেন বড়ুয়া।

পরে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে বাঘাইছড়ি প্রেসক্লাব এর সদস্য মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা'র কর্মকতা জয়াস চার্কমা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি থানা'র অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির,

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,কাচালং সরকারি ডিগ্রি কলেজ এর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কামাল হোসেন মীর সহ বাঘাইছড়ি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা- কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতি চারণ করেন বলেন আজ আমাদের গৌরবময় স্বাধীনতা দিবস। এই দিনটি শুধুমাত্র একটি তারিখ নয়, এটি ত্যাগ, সাহস এবং অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। আমরা গভীর শ্রদ্ধা জানাই তাদের প্রতি, যারা নিজের জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীনতা আমাদের অহংকার, আমাদের পরিচয়।

আজ আমরা শপথ করি, আমাদের এই অর্জনকে সম্মানিত ও রক্ষা করার। দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা স্বাধীনতার আসল অর্থকে প্রতিষ্ঠা করব।

আসুন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।

Post a Comment

Previous Post Next Post