Top News

" রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু "

 " রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু "

মোঃ এরশাদ আলী

লংগদু প্রতিনিধি-

রাঙ্গামাটির দূর্গম উপজেলা লংগদুতে জমিনে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তানজনা আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ মে) বিকাল তিনটায় উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া- জামালপুর টিলায় বাড়ির পাশেই জমিনে ধান কাঁটতে গিয়ে বজ্রপাতে মারা যান গৃহবধূ তানজিনা আক্তার (২০)। নিহত তানজিনা আক্তার উপজেলার মাইনীমুখ- জামালপুর টিলার   বাসিন্দা হৃদয় হোসেনের স্ত্রী।  

স্থানীয়রা জানান, দুপুর দিকে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল। বৃষ্টি উপেক্ষা করেই তানজিনা আক্তার নিজের জমিতে ধান কাঁটতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে তানজিনা আক্তার গুরুতর আহত হলে তাৎক্ষণিক ভাবে স্থানীয় ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও বলেন , নিহত তানজিনা আক্তারের তিন মাস আগে হৃদয় হোসেনের সাথে বিয়ে হয়েছে। তার বাবার বাড়ি পার্বত্য  রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায়।

Post a Comment

Previous Post Next Post