Bangladesh media

Wednesday, May 14, 2025

"লংগদুতে ছয়চাকা থেকে পড়ে এক যুবকের মৃত্যু "

 "লংগদুতে ছয়চাকা থেকে পড়ে এক যুবকের  মৃত্যু "

মোঃ এরশাদ আলী

লংগদু প্রতিনিধি-

রাঙ্গামাটির লংগদু উপজেলার আটারকছড়া এলাকায় ছয় চাকা হতে পড়ে গিয়ে সজল (৩৫) নাম এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৪ মে) বিকাল তিনটায়  উপজেলার আটারকছড়ায় সজল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়। নিহত সজল ঐ   ইউনিয়নের করল্যাছড়ি পূর্ব আদর্শ পাড়া এলাকার বাসিন্দা ও মোঃ সাইদুল ইসলাম মেম্বার এর ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সজল আগে থেকে মৃগী রোগী ছিল।  ছয়চাকা ট্রলিতে কাজ করতো। বিকাল  আনুমানিক তিনটার সময় করল্যাছড়ি বাজার  সংলগ্ন আনসার পোস্টের সামনে মধু চাকমার বাড়ির সামনের রাস্তায় চলন্ত ট্রলিগাড়িতে থাকা অবস্থায় মৃগী রোগে আক্রান্ত হয়ে গাড়ি থেকে পড়ে যায়।  তাৎক্ষণিক ভাবে তাকে মোটরসাইকেলে করে  হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয়। 

লংগদু থানার ওসি (তদন্ত) জানান, করল্যাছড়িতে এক যুবকের মৃত্যু হয়েছে। 

খবর পেয়ে ছুটে যাই, প্রাথমিক তদন্তে নিহত সজল মৃগী রোগী ছিল বলে জানা যায়। এব্যাপারে লংগদু থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...