Bangladesh media

Saturday, May 17, 2025

লংগদুতে ৩৭ বিজিবি'র অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

 লংগদুতে ৩৭ বিজিবি'র অভিযানে ভারতীয় সিগারেট জব্দ 

মোঃ এরশাদ  আলী

লংগদু প্রতিনিধি :-

রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। 

পাহাড়ের জেলা রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলার গুলশাখালী রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)র অধীন চরুয়াখালী বিজিবি ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকা পূর্ব চরুয়াখালীর একটি বাড়িতে চোরাকারবারীরা অবৈধ ভাবে ভারতীয় সিগারেট জমা করছে মর্মে   গোপনীয় সূত্রে জানতে পারে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে রাজনগর জোনের (৩৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ হাসান এর নির্দেশনায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে বিজিবি টহল দল। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। এসময়  উক্ত স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ORIS BROWN NANO সিগারেট-৫০০ প্যাকেট এবং PATRON সিগারেট- ১৪৮০ প্যাকেটসহ ১৯৮০ প্যাকেট সিগারেট  জব্দ করেন বিজিবি টহল দল। যার আনুমানিক বাজার মূল্য-৩,৯৬,০০০/- (তিন লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা। জব্দকৃত সিগারেট চট্টগ্রাম কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি রাজনগর জোন ।

রাজনগর জোন অধিনায়ক বলেন , বিজিবি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেবে না। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা জোরদার  ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...