Top News

বাঘাইছড়িতে ইউনিক ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন

 বাঘাইছড়িতে ইউনিক ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন 

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলাতে দন্ত রোগীদের জন্য  মানসম্মত অত্যাধুনিক মানের চিকিৎসা সেবার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলো ইউনিক ডেন্টাল কেয়ার। 

শুক্রবার (১৬মে) বিকাল ৫ ঘটিকায় উপজেলা প্রাণ কেন্দ্র চৌমুহনী কলেজ রোডে, প্রবীণের বিল্ডিং এর -২য় তলা প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করা হয়। এর আগে প্রতিষ্ঠানটির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবী।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, চিকিৎসা প্রযুক্তিবিদ,ডি.এম.টি.গভ. সিলেট, ডেন্টিস্ট্রি মোঃ শাহাদাৎ শামীম, চিকিৎসা প্রযুক্তিবিদ,ডি.এম.টি.গভ. ঝিনাইদাহ ডেন্টিস্ট আশরাফুল ইসলাম সোহান, চিকিৎসা প্রযুক্তিবিদ,ডি.এম.টি.গভ. সিলেট ডেন্টিস্ট হাসান শাহরিয়ার মাহমুদ, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক সহ অনেক শুভানুধ্যায়ী ও বিভিন্ন ব্যবসায়ী-বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার ডেন্টিস্ট শাহাদাৎ শামীম জানান, বাঘাইছড়ি উপজেলায় একটি অত্যাধুনিক ডেন্টাল কেয়ার উদ্বোধন করা হলো। এ প্রতিষ্ঠানে অতি অল্প খরচে চিকিৎসা সেবা প্রদান করা হবে। তাছাড়া অসহায় ও দুস্থদের জন্য বিশেষ ছাড়ে দাঁতের চিকিৎসা সেবা দেওয়া হবে।


Post a Comment

Previous Post Next Post