Top News

বাঘাইছড়িতে সমাপ্তি হলো পুষ্টি ও খাদ্য নিরাপদ জোরদার প্রকল্পে প্রশিক্ষণ

 বাঘাইছড়িতে সমাপ্তি হলো পুষ্টি ও খাদ্য নিরাপদ জোরদার প্রকল্পে প্রশিক্ষণ 

বাঘাইছড়িতে ৩ দিনব্যাপী সুস্বাস্থ্যর জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্পে (বারটান অংগ) এর বাস্তবায়নে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

উপজেলা এডমিশন স্কুল এন্ড কলেজ হল রুমে ও উপজেলা কৃষি অফিস কার্যালয় হল রুমে, দুই ভাগে  উপজেলা কৃষি অফিস কার্যালয়ের সহযোগিতায়, গত মঙ্গলবার ১৩ মে ২০২৫ প্রশিক্ষণটি শুরু হয়ে আজ বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ শেষ হয়।

এতে উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা, তথ্য সেবা কর্মকর্তা, এনজিও কর্মী ও উপজেলার কৃষাণী সহ মোট ৬০ জন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 

এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ঊর্ধ্বতন  বৈজ্ঞানিক কর্মকর্তা ডা.মোঃ জহির উল্লাহ, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মুশফিকুর সালেহীন সহ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।

এসময় প্রশিক্ষার্থীদের নিয়ে অনাবাদি পতিত জমি, বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক সবজি পুষ্টি বাগান প্রদর্শনী প্রকল্প পরিদর্শন করেন।

Post a Comment

Previous Post Next Post