Bangladesh media

Monday, June 2, 2025

মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম সংগঠনের উদ্যোগে ভাঙ্গা কবর মেরামত

 মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম সংগঠনের উদ্যোগে ভাঙ্গা কবর মেরামত 

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় গত ৫ দিন টানা বৃষ্টিপাতের ফলে বৃহত্তর মুসলিম ব্লক কেন্দ্রীয় কবরস্থানের ৭-৮টি কবর ভেঙ্গে লাশ দেখা যাচ্ছিলো ও লাশ থেকে দুগ্ধ আসছিলো প্রধান সড়কের দিকে মানুষ জন হাঁটা-চলাচল করতে পারছিলো না। এই পরিস্থিতি দেখার পরে "মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম" সংগঠন উদ্যোগ নেয় ভাঙ্গা কবর গুলোকে মেরামত করার জন্য।

সোমবার (২রা জুন) সকাল ৯ঘটিকায় অত্র সংগঠনের সাবেক সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহেল এর নেতৃত্বে অত্র সংগঠনের ১২-১৫জন সদস্য নিয়ে ভাঙ্গা কবর গুলো মেরামত করেন।

এসময় সহযোগিতায় ছিলেন, মোঃ আসিফ ইসলাম সাইফ,মোঃ আনিসুল রহমান, মোঃ সাকিব, মোঃ মাহেজ,মোঃ মুক্তাদির, মোঃ নাজমুল, মোঃ সুজন,মোঃ রাফিকুল,মোঃ সুমন,মোঃ রফিক,মোঃ মাহিম,মোঃ মারুফ,মোঃ সেলিম সহ প্রমুখ।

কাজে অংশ নেওয়া মোঃ আসিফ ইসলাম সাইফ বলেন,এটাইতো আমাদের শেষ ঠিকানা, আমাদেরই দায়িত্ব হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মৃত্যুর পর প্রত্যেক মুসলমানকে কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। আর আমাদের শেষ ঠিকানা হলো কবরস্থান। তাই আমরা কবরস্থানে উন্নয়নের জন্য আমাদের মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম সংগঠনের সদস্যরা মিলে কাজ করছি।

ভাঙ্গা কবরস্থান মেরামত কাজের নেতৃত্বে ছিলেন অত্র সংগঠনের সাবেক সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহেল বলেন, আমরা লোক রেখে কাজ করতে গেলে অনেক টাকা ব্যয় হবে। তাই আমরা সংগঠন থেকে সিদ্ধান্ত নেই কাজ গুলো করার জন্য। এতে আমাদের মানসিকভাবে শান্তি লাগছে। আজ আমরা করছি, কাল আমাদের পরবর্তী প্রজন্ম করবে। এ ভালো কাজে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই।

No comments:

Post a Comment

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎বাঘাইছড়ি প্রতিনিধি- ‎রাঙ্গামাটি...