Top News

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

 বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (৩জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) বিশেষ অভিযানে এই অবৈধ পণ্য উদ্ধার করেন।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)-এর নির্দেশে অভিযানটি পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক (এডি) মো. আজিমুল হক। অভিযানে উগলছড়ি এলাকার একটি পরিত্যক্ত স্থানে রাস্তার পাশে ফেলে রাখা অবস্থায় ১০০ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করা হয়। প্রতিটি কার্টুনে ১০ প্যাকেট করে মোট প্রায় ১,০০০ প্যাকেট বা ২০,০০০ শলাকা সিগারেট ছিল।

বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা পালিয়ে যায় বলে জানা গেছে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

এ বিষয়ে বিজিবির অতিরিক্ত পরিচালক (এডি) মো: আজিমুল হক বলেন, "অবৈধ পণ্যের চোরাচালান রোধে বিজিবি নিয়মিত ভাবে তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

Post a Comment

Previous Post Next Post