Top News

বাঘাইছড়িতে সাজেক ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পুনর্গঠন। ‎

 বাঘাইছড়িতে সাজেক ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পুনর্গঠন।

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২৪ আগস্ট) বিকালে সাজেক ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উক্ত আলোচনা সভায় সাজেক ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় সাজেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রায়হান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য মোঃ আনোয়ার হোসেন।

‎এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক ইউসুফ নবী সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এসময় অতিথিবৃন্দ বলেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা মাদক, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত দেশ ও সমাজ চাই, একেকটা বিএনপির কর্মী চাই, যারা চাঁদাবাজি করবে তাদের বিএনপির মধ্যে ঠাই নেই, আমরা সবাইকে নিয়ে সুন্দর সমাজ ও দেশ গড়তে চাই।

‎আলোচনা সভার শেষে ৩৬নং সাজেক ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি পূর্ণগঠন করা হয়।

Post a Comment

Previous Post Next Post