সংবাদ সম্মেলনের বক্তব্য প্রত্যাহার করে নিলেন হুমায়ুন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে গত ১০ আগস্ট ২০২৫ ইং তারিখে বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে অবৈধভাবে জমি ও বসত বাড়ি জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী মোঃ হুমায়ুন ও তার পরিবার। সংবাদ সম্মেলনে মো: হুমায়ুন তার বক্তব্যে কয়েকজন ব্যাক্তিকে জড়িত করেন।
আজ সোমবার (২৫ আগস্ট) বাঘাইছড়ি প্রেসক্লাবে উপস্থিত হয়ে উক্ত ভুক্তভোগী হুমায়ুন তার বক্তব্যের কিছু অংশ প্রত্যাহার করার জন্য সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলেন, আমি দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখিনা, আমি লোক মুখে শুনে জনাব নুর আলম কাউন্সিলর ও আলাল মেম্বার কে অভিযুক্ত করে বক্তব্য প্রদান করি, এখন আমি প্রাকৃত ঘটনা জেনে আমার বক্তব্যের প্রত্যাহার করে নিচ্ছি ও দুঃখ প্রকাশ করছি। বর্তমানে উনাদের সাথে আমার এবং আমার পরিবারের কোন ধরনের বিরোধ নেই বলি আমি নিশ্চিত করছি।

Post a Comment