Top News

বাঘাইছড়িতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 বাঘাইছড়িতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে "পুলিশ জনতা জনতাই পুলিশ" এই স্লোগানকে ধারণ করে উপজেলায় কমিউনিটি পুলিশিং কার্জক্রমের অংশ হিসেবে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৬ আগষ্ট) সন্ধ্যা ৭ ঘটিকায় বাঘাইছড়ি কাঠ ও জ্যোত মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

‎উক্ত ওপেন হাউজ ডে তে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির এর সভাপতিত্বে সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি মো : ওমর আলী, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী মো : নিজাম উদ্দিন বাবু,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো : জাবেদুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাঘাইছড়ি থানা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন।

‎এসময় বক্তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, চোরাচালান ঠেকাতে কার্জকর ব্যবস্থা জোরদার করা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যুব সমাজকে আরো সতর্ক হওয়ার উপর গুরত্ব আরোপ করেন।

‎এসময় বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির বলেন বাঘাইছড়ি থানা পুলিশ মাদক ও চোরাচালান ঠেকাতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল মাদক বিহীন সমাজ উপহার দিতে কাজ করে যাচ্ছে।


Post a Comment

Previous Post Next Post