বাঘাইছড়ি পৌর ২নং ওয়ার্ড মহিলা দলের কমিটি গঠন
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর ২নং ওয়ার্ড মহিলা দলের কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় পশ্চিম মুসলিম ব্লকে পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রুনা আক্তার এর সঞ্চালনায় আফরোজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপি সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা। পৌর যুবদলের সদস্য সচিব ওমর ফারুক।
আলোচনা সভা শেষে সবার মতামতের ভিত্তিতে বাঘাইছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে শেফালী বেগম ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফেরদৌসি আক্তার।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন,পদ পদবী নিয়ে বসে থাকলে হবে না আগামী নির্বাচনে মহিলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এলাকায় এলাকায় গিয়ে মা-বোনদের বোঝাতে হবে। ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হলে কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুততম সময়ে মধ্যে নির্বাচন দেওয়ার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান বক্তারা।



Post a Comment