বাঘাইছড়ি পৌরসভা ওলামা দলের আহ্বায়ক কমিটি অনুমোদন
বাঘাইছড়ি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, রাঙ্গামাটি জেলা শাখার অধীন বাঘাইছড়ি পৌরসভা ওলামা দলের ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ ইব্রাহিম ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মাওলানা মোহাম্মদ নোমান স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মাওলানা মোঃ নাসির উদ্দীনকে আহ্বায়ক,সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন। এছাড়া মোঃ হাবিবুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাওলানা মোঃ খাজা আহম্মদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এবং মোহাম্মদ আলী, আজগর খান বাবুল, আব্দুল কাদের, দেলোয়ার হোসেন, মফিজুর রহমান এবং রাজু আহম্মদকে সদস্য করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সংগঠন শক্তিশালী ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক মাওলানা মোঃ নাসির উদ্দীন বলেন, “আমরা দ্বীনি মূল্যবোধে বিশ্বাসী সংগঠনের কর্মী হিসেবে সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখবো।” সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন বলেন, “বাঘাইছড়ি পৌর ওলামা দলকে একটি সুসংগঠিত ও প্রভাবশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের অগ্রাধিকার।”
No comments:
Post a Comment