Top News

বাঘাইছড়িতে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান ‎

 বাঘাইছড়িতে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান

‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খেদারমারা ইউনিয়নে দুরছড়ি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিদর্শন, মতবিনিময় সভা ও নগদ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম সহ রাঙ্গামাটি জেলা বিএনপির সন্মানিত সদস্যবৃন্দ, উপজেলা ও খেদারমারা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

‎উক্ত মতবিনিময় সভায় দুরছড়ি শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

‎উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাঙালির সার্বজনীন উৎসব। তাই সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্‌যাপন করাই আমাদের ঐতিহ্য। বিএনপির পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা  বজায় রাখার স্বার্থে সকল ধরনের সহযোগিতা আশ্বাস প্রদান করেন।

Post a Comment

Previous Post Next Post