Top News

বাঘাইছড়িতে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন ‎

 বাঘাইছড়িতে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

‎উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ছোহরাব হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ তানজিল হোসেন এবং বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মাবুদ।

‎উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ছোহরাব হোসেন জানান, অতি গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৬ জন পুরুষ ও ২ জন মহিলা এবং সাধারণ পূজা মন্ডপে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। তিনি আরো জানান, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট ৬ দিনের জন্য সদস্যরা পূজা মন্ডপে মোতায়েন থাকবে এবং উপজেলার ৫টি পূজা মন্ডপে এবার আনসার ও ভিডিপির প্রশিক্ষিত ও নিবন্ধিত সদস্যরা দায়িত্ব পালন করবে।

Post a Comment

Previous Post Next Post