Top News

বাঘাইছড়িতে রবি মৌসুমে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন ‎

 বাঘাইছড়িতে রবি মৌসুমে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৭৬৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দিক সরকার রাজন এবং বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

‎এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকরা রবি মৌসুমে উচ্চ ফলনশীল ফসল উৎপাদনে উৎসাহিত হবেন, যা দেশের তেলবীজ ও ডালজাত ফসলের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎তারা আরও বলেন, “রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী ও ডালজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বর্তমানে দেশে ভোজ্যতেলের একটি বড় অংশ আমদানি করতে হয়, কিন্তু কৃষকরা যদি এই মৌসুমে সরকারি প্রণোদনা কাজে লাগিয়ে উৎপাদনে মনোযোগী হন, তাহলে ভবিষ্যতে আমরা আমদানি নির্ভরতা অনেকাংশে কমাতে পারব।”

‎বক্তারা আরও উল্লেখ করেন, “সরকার কৃষকদের পাশে আছে এবং কৃষি উন্নয়নে কাজ করছে। এই উদ্যোগ শুধু ফসল উৎপাদন নয়, বরং কৃষকের জীবনমান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Post a Comment

Previous Post Next Post