রাঙ্গামাটির গর্ব: মোঃ নাজমুল হোসাইন শাওন
রাঙামাটি জেলার লংগদু উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট লেখক, সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট ও সাহসী কলমযোদ্ধা মোঃ নাজমুল হোসাইন শাওন—একটি গর্বিত নাম, এক অনুপ্রেরণার প্রতীক।
জন্ম ও বেড়ে ওঠা এক শিক্ষিত পরিবারে। তাঁর বাবা-মা দুজনেই শিক্ষক—
পিতা: ইসমাইল হোসেন
মাতা: নাজমা আক্তার
লেখালেখির জগতে নিরন্তর অনুশীলন ও নিষ্ঠার মাধ্যমে তিনি ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গন থেকে অর্জন করেছেন ৭৮টি সম্মাননা সনদ। এছাড়াও পেয়েছেন মর্যাদাপূর্ণ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পদক, গুণীজন সম্মাননা, এবং দুইটি সম্মানজনক মেডেল—যা তাঁর সাহিত্য ও সাংবাদিকতা জীবনের উজ্জ্বল স্বীকৃতি।
আগামী ২০২৬ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তাঁর লেখা ১৩টি বইয়ে মোট ৪২টি লেখা। এসব লেখায় উঠে এসেছে বাঙালির অধিকার, সেনা হত্যা, ধর্ষণসহ সামাজিক ও মানবিক মূল্যবোধের জ্বলন্ত প্রতিচ্ছবি—যা তাঁর সাহসী লেখকসত্তাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
এ পর্যন্ত তিনি লিখেছেন ১,৮৭৬টি ভিন্ন বিষয়ের উপর, যা তাঁকে বাংলাদেশের তরুণ লেখকদের মধ্যে এক অনন্য অনুপ্রেরণায় পরিণত করেছে।
নাজমুল হোসাইন শাওন—যিনি কলমকে অস্ত্র করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, মানবতার পক্ষে নির্ভীক। সত্য ও ন্যায়ের পথে তাঁর এই নিরবচ্ছিন্ন যাত্রা রাঙামাটির গর্ব, বাংলাদেশেরও এক উজ্জ্বল সম্ভাবনা।

Post a Comment