Top News

বাঘাইছড়ির উলুছড়ি আনসার ক্যাম্প সংস্কারে মারিশ্যা জোনের উদ্যোগ ‎

 বাঘাইছড়ির উলুছড়ি আনসার ক্যাম্প সংস্কারে মারিশ্যা জোনের উদ্যোগ

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে পরিচালিত “অপারেশন উত্তোরন”এর কার্যক্রমের অংশ হিসেবে বাঘাইছড়ির উলুছড়ি আনসার ক্যাম্পের জরাজীর্ণ আবাসনসমূহ নতুন করে সংস্কার করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

‎২৪ পদাতিক ডিভিশন জিওসি এর নির্দেশনা ও সেনা রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি এর দিকনির্দেশনা মোতাবেক বরাদ্দকৃত অর্থ দ্বারা মারিশ্যা জোন এর আওতাধীন মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ এবিএন) এর উলুছড়ি আনসার ক্যাম্পের অত্যন্ত জরাজীর্ণ আবাসনগুলি সংস্কার করা হয়েছে। 

‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি কর্তৃক ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। 

‎এসময় মারিশ্যা জোনের সুবেদার মেজর, উলুছড়ি ক্যাম্প কমান্ডার ও ক্যাম্পে উপস্থিত সকল আনসার, পুলিশ সদস্যসহ আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎ক্যাম্প উদ্বোধন শেষে, মারিশ্যা জোন (২৭ বিজিবি) কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, জিওসি মহোদয়ের নির্দেশনা মোতাবেক উলুছড়ি আনসার ক্যাম্প এর সকল স্থাপনা মেরামত/সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে এবং আমরা ভবিষ্যতেও মারিশ্যা জোনের আওতাধীন পিছিয়ে থাকা ক্যাম্পগুলো সংস্কার কার্যক্রমের মাধ্যমে আরোও সুন্দর বসবাসযোগ্য বাসস্থানে পরিনত করতে পারবো, যেখান থেকে আভিযানিক এবং প্রশাসানিক কার্যক্রম সন্দুরভাবে সম্পন্ন করা সম্ভব। উলুছড়ি আনসার ক্যাম্পটি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সাথে একত্রে অপারেশনাল কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

Post a Comment

Previous Post Next Post