Top News

বাঘাইছড়িতে মারিশ্যা বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

 বাঘাইছড়িতে মারিশ্যা বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

মোঃ আনোয়ার হোসেন 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটি বাঘাইছড়িতে মারিশ্যা সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৪২.৭৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করেছে। আটককৃত কাঠের সিজার মূল্য ১,০৬,৯০০ টাকা।

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) আনুমানিক ১ ঘটিকায় রিভারঘাট পোষ্টের হাবিলদার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে জোন কমান্ডারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। কাঠগুলো মারিশ্যার কাঠ লোডিং এলাকা থেকে উদ্ধার করা হয়।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর সম্মানিত জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Post a Comment

Previous Post Next Post