বাঘাইছড়িতে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 বাঘাইছড়িতে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি-

​রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন  সংক্রান্ত গণভোট-২০২৬ উপলক্ষে ব্যাপক প্রচারণা ও জনসচেতনতামূলক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের আওতাধীন মোরঘোনাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নিউ লাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সভাগুলো অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান। সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে  গণভোটের গুরুত্ব ও ভোটদান প্রক্রিয়া সম্পর্কে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং সাধারণ ভোটারদের অবহিত করেন।

​উপজেলা নির্বাচন অফিসার চৈতি চাকমা তার বক্তব্যে নির্বাচনের কারিগরি ও আইনি দিকগুলো তুলে ধরেন। তিনি বলেন, “নির্বাচন ও গণভোট সফল করতে মাঠ পর্যায়ের জনপ্রতিনিধি ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

​বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কংকন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মেহেদী হাসান।বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ।

​সভায় স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সাধারণ ভোটারদের নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। তারা উল্লেখ করেন যে, এবারের নির্বাচনে জাতীয় নেতৃত্বের পাশাপাশি গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ সংস্কার প্রক্রিয়ায় জনগণের সরাসরি মতামত প্রতিফলিত হবে।

​সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন লিফলেট ও নির্দেশিকা উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post