সাজেকের পাহাড়ি অঞ্চলে মানবিক উদ্যোগ: শীতবস্ত্র বিতরণে ৫৪ বিজিবি

 সাজেকের পাহাড়ি অঞ্চলে মানবিক উদ্যোগ: শীতবস্ত্র বিতরণে ৫৪ বিজিবি

‎মোঃ আসিফ ইসলাম সাইফ
‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের দুর্গম পাহাড়ি অঞ্চলে মানবিক সহায়তার অংশ হিসেবে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

‎শনিবার (১০ জানুয়ারি) সকালে সাজেক বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মানিক উল্লাহর তত্ত্বাবধানে সাজেকের রুইলুই, কংলাক ও মাসালং ৯নং পাড়ার হতদরিদ্র ও অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

‎এসময় অধিনায়ক বলেন,“পাহাড়ি অঞ্চলের মানুষ শীতকালে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে।”

‎স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রত্যন্ত এলাকায় এ ধরনের সহায়তা শীতের সময় তাদের জন্য বড় স্বস্তি নিয়ে আসে।

Post a Comment

Previous Post Next Post