বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে ৩টি মসজিদে কার্পেট বিতরণ
মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে উপজেলার তিনটি মসজিদে কার্পেট বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান পৌরসভা প্রাঙ্গণে সংশ্লিষ্ট মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের হাতে এসব কার্পেট তুলে দেন।
এসময় কার্পেট বিতরণে উপস্থিত ছিলেন সাবেক পৌর প্রশাসক হাজী নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়ন ও মুসল্লিদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে বাঘাইছড়ি পৌরসভা নিয়মিতভাবে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Post a Comment