বাঘাইছড়িতে দারুস সুন্নাহ মাদ্রাসা'র ৮ম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎

 বাঘাইছড়িতে দারুস সুন্নাহ মাদ্রাসা'র ৮ম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

‎মোঃ আসিফ ইসলাম সাইফ

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা'র ৮ম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (০৪ জানুয়ারি) সকাল থেকে অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং বিকাল ৩ ঘটিকায় মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে জমকালো আয়োজনে উপজেলা মডেল মসজিদ সংলগ্ন ময়দানে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হাবিবউল্লা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমিন কুতুবী।

‎অনুষ্ঠানে অত্র মাদ্রাসার শিক্ষা পরিচালক ও উপজেলা মডেল মসজিদের সহকারী ইমাম হাফেজ মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমদ, বাঘাইছড়ি কবিরপুর খতমে নবুওয়ত মাদ্রাসার পরিচালক মুফতি নাজমুল হাসান,অত্র মাদ্রাসার মোহতামিম ও উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতী সোলাইমান খাঁন সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

‎আলোচনা সভায় বক্তারা মাদ্রাসার শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন, কুরআনের আলোয় গড়ে ওঠা প্রজন্মই সমাজ ও জাতির নৈতিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‎মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও ধর্মীয় আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা হবে এবং দ্বীনি শিক্ষার প্রসারে দারুস সুন্নাহ মাদ্রাসা অগ্রণী ভূমিকা পালন করবে।

‎আলোচনা সভার শেষে মাদ্রাসার বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

‎অনুষ্ঠানে এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post