বাঘাইছড়িতে দারুস সুন্নাহ মাদ্রাসার ৮ম বার্ষীক সভা ও ইসলামি মহা সম্মেলন সম্পন্ন ‎

 বাঘাইছড়িতে দারুস সুন্নাহ মাদ্রাসার ৮ম বার্ষীক সভা ও ইসলামি মহা সম্মেলন সম্পন্ন

‎মোঃ আসিফ ইসলাম সাইফ

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা'র ৮ম বার্ষিক সভা ও ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (০৪ জানুয়ারি-২৬) বাদ আছর দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটি ও বৃহত্তর মুসলিম ব্লক এলাকাবাসীর উদ্যোগে উপজেলা মডেল মসজিদ সংলগ্ন ময়দানে এ ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎উক্ত মহা সম্মেলনে অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হাবিবউল্লা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

‎এসময় অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর আলী'র সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

‎মহা সম্মেলনে প্রধান ওয়ায়েজিন হিসেবে বয়ান পেশ করেন— সুদূর ঢাকা থেকে আগত পীরে কামেল, শাইখুত তাফসীর ওয়াল হাদিস, ফখরে বাঙ্গাল, প্রখ্যাত ইসলামী বক্তা ও আজমতে সাহাবা'র আমির আল্লামা মুফতি খুরশীদ আলম কাসেমী সাহেব।

‎এছাড়াও বিশেষ ওয়ায়েজিন হিসেবে তাসরিফ আনলেন সুদূর ঢাকা থেকে আগত শাইখুল হাদিস, জামিয়া আরাবিয়া আনওয়ারুল উলুম ও মুহতামিম, জামিয়া আরাবিয়া তালিমুস সুন্নাহ এবং বাইতুল মামুর সুগন্ধা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতী ফয়জুল্লাহ সাহেব।

‎উক্ত মহা সম্মেলনে আরো বিশেষ ওয়ায়েজিন হিসেবে বয়ান পেশ করেন সুদূর ঢাকা থেকে আগত মগবাজার দিলু রোড মাদ্রাসার শিক্ষা পরিচালক ও মগবাজার দিলু রোড মাদ্রাসা মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আবু বকর সুহাইল সাহেব সহ আরো স্হানীয় সম্মানিত ওলামায়ে কেরামগন।

‎মাহফিলে প্রধান ওয়ায়েজিনের বয়ান পেশের পূর্বে অত্র মাদ্রাসার চলতি বছরের নতুন ৩ জন হেফজ সম্পন্ন শিক্ষার্থীকে পাগড়ী পরিয়ে ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সম্মাননা প্রদান করেন আল্লামা মুফতী খুরশিদ আলম কাসেমী এবং অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা মুফতী সোলাইমান খাঁন। পরে হেফজ সম্পন্ন শিক্ষার্থীদের গর্বিত অভিভাবকদের ফুলের মালা পরিয়ে সম্মাননা জানান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হাবিবউল্লা।

‎উক্ত মহা সম্মেলনে বাঘাইছড়ি উপজেলার সহ আশপাশের এলাকার হাজারো ধর্ম প্রাণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বিভিন্ন ইসলামী বক্তব্য তুলে ধরে আলোচনা করেন। পরে দেশ জাতি ও নিজেদের কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা'র ৮ম বার্ষিক সভা ও ইসলামি মহা সম্মেলন সমাপ্তি হয়।

Post a Comment

Previous Post Next Post