সারাদেশে নির্মিত ২২টি নবনির্মিত গৃহের অংশ হিসেবে রাঙ্গামাটির নানিয়ারচরে ১টি গৃহের শুভ উদ্বোধন ‎

 সারাদেশে নির্মিত ২২টি নবনির্মিত গৃহের অংশ হিসেবে রাঙ্গামাটির নানিয়ারচরে ১টি গৃহের শুভ উদ্বোধন

‎মোঃ আসিফ ইসলাম সাইফ
‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানবিক কল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় গৃহহীন ও অস্বচ্ছল ভিডিপি সদস্যদের জন্য নবনির্মিত ২২টি গৃহের শুভ উদ্বোধন করা হয়েছে।

‎আজ ১১ জানুয়ারি ২০২৬ তারিখে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব গৃহের উদ্বোধন সম্পন্ন হয়।

‎প্রতি অর্থবছরের ন্যায় ২০২৪–২০২৫ অর্থবছরের ২টি ধাপের ১ম ধাপে বিভিন্ন জেলার জন্য বরাদ্দকৃত ২২টি নবনির্মিত গৃহের উদ্বোধন করেন বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট জেলাগুলোতে নির্মিত গৃহগুলোর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকল রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট এবং নবনির্মিত গৃহপ্রাপ্ত ২২ জন ভিডিপি সদস্য অনলাইন প্ল্যাটফর্ম “জুম অ্যাপ”-এর মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

‎বাহিনীর বর্তমান মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর সার্বিক উন্নয়ন ও সদস্যদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে চলেছেন। এরই অংশ হিসেবে অস্বচ্ছল ও গৃহহীন ভিডিপি সদস্যদের জন্য গৃহ নির্মাণ ও বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে এবং পরবর্তী ধাপে আরও ২০ জন অস্বচ্ছল ও গৃহহীন ভিডিপি সদস্যের মাঝে নতুন গৃহ বিতরণ করা হবে। এই উদ্যোগ শুধু একটি ঘর প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মমর্যাদা, নিরাপত্তা ও একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত একটি মানবিক পদক্ষেপ।

‎নতুন ঘর পেয়ে উপকারভোগী ভিডিপি সদস্যরা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাহিনী ও দেশের মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

‎এদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন, বিপিএম, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।

Post a Comment

Previous Post Next Post