Bangladesh media

Tuesday, August 19, 2025

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

 বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ 

‎বাঘাইছড়ি প্রতিনিধি- 

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করছে (২৭ বিজিবি) মারিশ্যা জোন। 

‎মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি অবগত করা হয়েছে। 

‎গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৯ আগস্ট মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল ৯৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ১,৪২,৫০০/- (এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা।

‎মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

Sunday, August 17, 2025

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ ‎

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্য'কে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ কার্যালয় থেকে ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত করণ করা হয় কাচালং নদীতে।

‎উক্ত জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। 

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, সংবাদকর্মী সহ বিভিন্ন এলাকার মৎস্য চাষিবৃন্দ।

‎বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সদস্য মোঃ মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহ মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, মৎস্য চাষিদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মান্নান। এছাড়া সফল মৎস্য চাষিদের পক্ষে বক্তব্য রাখেন বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মাবুদ। 

‎উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদী, হাওর-বাঁওড়, খাল-বিল আর উপকূলের মিষ্টি পানির মৎস্য সম্পদ আমাদের অর্থনীতি, সংস্কৃতি ও জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। তাছাড়া মাছ আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান খাত।

‎বক্তারা আরো বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা, নদ-নদীর ভরাট, দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশি মাছের প্রজাতিগুলো হুমকির মুখে পড়ছে। একসময় যে মাছগুলো সহজলভ্য ছিল, আজ অনেকগুলোকেই আমরা খুঁজে পাই না। এমন প্রেক্ষাপটে এবারের স্লোগান — “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” — সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভয়াশ্রম মানে শুধু মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা নয়, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ খাদ্য নিশ্চিত করা।

অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষি ৩জনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বাঘাইছড়ি থেকে বিদায় নিলেন ইউ এন ও শিরীন আক্তার

 বাঘাইছড়ি থেকে বিদায় নিলেন ইউ এন ও শিরীন আক্তার 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে বদলী জনিত বিদায় নিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। 

রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যদিয়ে বাঘাইছড়ি উপজেলা হতে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন ইউ এন ও শিরীন আক্তার। তিনি ২০২৩ সালের ১৩ নভেম্বর বাঘাইছড়ি উপজেলায় যোগদান করে ১৩ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত ১ বছর ৯ মাস  দায়িত্ব পালন করেন। 

উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, বিশেষ অতিথিদের মধ্যে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, কাচালং সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সংবাদকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহ মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, এছাড়াও বক্তব্য রাখেন বাঘাইছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপাঞ্জু চাকমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা বিশ্বজিৎ চক্রবর্ত্তী, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা। 

বক্তারা ইউ এন ও শিরীন আক্তারের দায়িত্ব পালন কালের সময় ও কর্মদক্ষতা নিয়ে স্মৃতিচারণ করে বলেন, বাঘাইছড়ি উপজেলা রাঙ্গামাটি জেলার মধ্যে অত্যান্ত ঝুকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ উপজেলা এই এলাকার প্রশাসনিক দায়িত্ব পালনও অনেক বেশী জটিল কিন্তু তিনি এই জটিলতাকে কাটিয়ে দারুণভাবে দায়িত্ব পালন করেছেন। সকলে উনার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন, ভবিষ্যতে যেন বাঘাইছড়িবাসীর কথা মনে রাখেন এই প্রত্যাশা রাখেন। 

সংবর্ধিত অতিথি বিদায়ী ইউ এন ও শিরীন আক্তার বলেন, আমি যখন প্রথম বাঘাইছড়িতে পদায়ন হই তখন খুব চিন্তিত ছিলাম এত দুর্গম অঞ্চলে কিভাবে দায়িত্ব পালন করবো, তবে বাঘাইছড়ি আসার পর মনে হয়েছে দায়িত্ব পালনে কঠিন কিছু হবেনা। বিশেষ করে উপজেলার সকল চেয়ারম্যান - জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অফিসার-কর্মচারী, শিক্ষকসমাজ সহ সকল স্তরের লোকজন অনেক বেশী আন্তরিক যার ফলে কখনো বাঘাইছড়িতে খারাপ লাগেনি। তিনি বলেন আমি সহ আমার পরিবার কখনোই বাঘাইছড়ি ও বাঘাইছড়ির মানুষদের ভুলবোনা আমি কৃতজ্ঞ থাকবো যদি আপনারা যোগাযোগ রাখেন এবং আমার দ্বারা যদি কখনো কোন উপকার হয় অবশ্যই জানানোর অনুরোধ জানাচ্ছি। বিদায়ী ইউএনও আবেগাপ্লুত হয়ে সকলের কাছে দোয়া কামনা করেন এবং পরবর্তী ইউএনওকে সহযোগী করার জন্য সকলের কাছে আহবান জানান।

সভা শেষে ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন, অফিসার্স ক্লাব, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এসোসিয়েশন, বাঘাইছড়ি থানা, বাঘাইছড়ি প্রেসক্লাব, ও উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বিদায়ী ইউএনও কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

Saturday, August 16, 2025

বাঘাইছড়িতে কাচালং প্রাথমিক চক্ষুসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন

 বাঘাইছড়িতে কাচালং প্রাথমিক চক্ষুসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রথম বারের মতো চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র চালু হয়েছে। 

‎শনিবার (১৬ আগস্ট) উপজেলার চৌমুহনী বাজারের মিনিস্টার শো-রুমের নিচ তলায় “কাচালং প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্র”-এর উদ্বোধন করা হয়। 

‎উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, দোকানদার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎উদ্বোধনী অনুষ্ঠানের সময় সেবা কেন্দ্রের প্রোপাইটর অপ্টোমেট্রিস্ট মো. আব্দুর রহমান জানান, অল্প খরচে উন্নতমানের চোখের চিকিৎসা প্রধানই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, এতদিন চক্ষু চিকিৎসার জন্য স্থানীয়দের দূরে যেতে হতো, এখন থেকেই নিজ এলাকায় প্রাথমিক থেকে উন্নত চিকিৎসা সেবা পাওয়া যাবে। 

‎উল্লেখ, এখানে যে-সব সেবা প্রদান করা হবে-

‎১. চোখ লাল হওয়া,

‎২. চোখ দিয়ে পানি পড়া,

‎৩. চোখের অ্যালার্জি চিকিৎসা,

‎৪. চোখে কম দেখা (দূরে বা কাছে) সংক্রান্ত সমস্যা নিরসন,

‎৫. অল্প দৃষ্টি সম্পন্ন চোখের চিকিৎসা,

‎৬. চোখের প্রেসার মাপা ও চোখের নালী পরীক্ষা (SPT, IOP),

‎৭. প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক চশমা প্রদান,

‎৮. চোখের ছানি ও নেত্রনালী অপারেশন সংক্রান্ত সু-পরামর্শ প্রদান।

‎রোগী দেখবেন প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অপ্টোমেট্রিস্ট মো: আব্দুর রহমান, ডি.এম.এফ (ঢাকা), ডি.ও.এল.ভি (চক্ষু), ক্লিনিক্যাল অপ্টোমেট্রি ট্রেনিং ইন রিফ্রেকশন, বিএমডিসি রেজি: ডি-২৭৭৩৪

‎এছাড়া উপস্থিত সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতদিন চক্ষু চিকিৎসার জন্য দূরবর্তী জায়গায় যেতে হতো। এখন নিজ এলাকায় সেবা পাওয়ায় সময় ও খরচ উভয়ই বাঁচবে।

‎স্থানীয়দের আশা, ‘কাচালং প্রাথমিক চক্ষু সেবা কেন্দ্র’ উপজেলার মানুষের চক্ষু চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Friday, August 15, 2025

বাঘাইছড়িতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎

 বাঘাইছড়িতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ ঘটিকায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের উদ্যোগে শোভাযাত্রা ও অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বাঘাইছড়ি পূজা ফ্রন্ট কমিটির সভাপতি জীবন সরকারের সঞ্চালনায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি দ্বীজেন্দ্রলাল নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। 

‎এসময় গেস্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।

‎উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির মুসা, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি মানিক শীল, শ্রী শ্রী লোকনাথ মন্দিরের সভাপতি ত্রিদিব দেব সহ রাষ্ট্রীয় ও রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ।

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মারিশ্যা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল ‎

বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মারিশ্যা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে মারিশ্যা ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৫ আগস্ট) বাদ মাগরিব মুসলিম ব্লক মুন্সিপাড়া পাঞ্জেগানা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম ও সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম সহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

‎উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মুসলিম ব্লক মুন্সিপাড়া পাঞ্জেগানা মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারি আব্দুল্লাহ আল কাফী 'গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং সকল কবর বাসীর জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন।

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বৃহত্তর মুসলিম ব্লক বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বৃহত্তর মুসলিম ব্লক বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে বৃহত্তর মুসলিম ব্লক বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১৫ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদে জুমা নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

‎এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ও পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী সহ উপজেলা,পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার কয়েকশত মুসল্লীবৃন্দ।

‎উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতী সোলাইমান খাঁন 'গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং সকল কবর বাসীর জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করেন।

Thursday, August 14, 2025

বাঘাইছড়িতে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন

বাঘাইছড়িতে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী ও মসজিদ,মন্দির, অসুস্থ এবং অসহায়ত্ব দের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বাঘাইহাট জোনের উদ্যোগে পানিবন্দী হতদরিদ্র-দুঃস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও মসজিদ, মন্দির, চিকিৎসা এবং বাসস্হান নির্মানের জন্য নগদ অর্থ বিতরণ করেছেন বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাসুদ রানা, পিএসসি, অধিনায়ক ৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট।

‎এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন এর ভারপাপ্ত উপ-অধিনায়ক মেজর আশিক ইকরাম সৌরভ ও ক্যাপ্টেন মোঃ তাজরিয়ান ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

‎ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে। এলাকার সকলের সুস্থভাবে বসবাস, নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে  শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বাঘাইহাট জোন কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন জোন কমান্ডার বাঘাইহাট জোন।


বাঘাইছড়িতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত ‎

বাঘাইছড়িতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত 

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়িতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়। 

‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন, ডেন্টাল সার্জন আব্দুল আহাদ আবেদ, বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ।

‎সভায় ডাঃ সাইফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, প্রথমবারের মতো সরকারিভাবে সারাদেশে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু, টিকা কার্যক্রম শুরু ১ সেপ্টেম্বর হতে, নিবন্ধন শুরু হয়েছে গত ১ আগস্ট থেকে। নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে৷ ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এই টিকা দেয়া হবে। 

‎টিকা পেতে https://vaxepi.gov.bd/registration/tcv–এ নিবন্ধন করতে হবে। এর জন্য প্রয়োজন হবে ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর।  প্রথম ১০ কর্মদিবস স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে। স্কুল ক্যাম্পেইন শেষ হলে আট দিন ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে। ক্যাম্পেইনে ১৮৬ টি স্কুলে ও পৌরসভা এবং ইউনিয়নের ইপিআই সেন্টারসমুহে প্রায় ২৫ হাজারের অধিক শিশুকে এই টিকা প্রদান করা হবে। উক্ত ক্যাম্পেইনটি শতভাগ সফলতার জন্য তিনি সকল স্টেকহোল্ডারদের সহযোগীতা কামনা করেন। 

‎অতিথিরা তাদের বক্তব্যে যার যার অবস্থান থেকে টাইফয়েড টিকা ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন,  প্রথম বারের মত এই উদ্যোগের জন্য সরকার ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

Tuesday, August 12, 2025

বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র‌্যালি, প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে "প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিতে অগ্রগতি"—এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

উক্ত যুব দিবস অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির।

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান মীর কামাল হোসেন, বাঘাইছড়ি পৌর বিএনপি'র সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু,উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কবির আহমেদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  জাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী ও সাংবাদিকবৃন্দ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজই প্রধান চালিকা শক্তি। প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন করে তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তারা আরও বলেন, সরকারি-বেসরকারি উদ্যোগে যুবদের জন্য প্রশিক্ষণ ও ঋণ প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ, যা বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎বাঘাইছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ৬টি ব্যাচে মোট ১৮০ জন যুবক-যুবতী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে এবং সবাইকে সনদপত্র প্রদান করা হয়। এদের মধ্যে থেকে তিনজনকে মোট ১ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়—দুইজনকে ৫০ হাজার টাকা করে এবং একজনকে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

‎দিনব্যাপী কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ-আলোচনা হয় এবং আগামী দিনে আরও বৃহৎ পরিসরে যুব দিবস পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Saturday, August 9, 2025

বাঘাইছড়ি মিনি স্টেডিয়াম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন

 বাঘাইছড়ি মিনি স্টেডিয়াম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন

‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নাধীন “উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ—২য় পর্যায়” প্রকল্পের আওতায় ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। 

‎শনিবার (৯ আগস্ট) সকালে সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪ টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সাথে একযোগে বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়াম শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

‎এসময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু,উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, বাঘাইছড়ি উপজেলা শাখার জামাতের আমির মাওলানা কবির আহাম্মদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। 

‎ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে এবং এই লক্ষ্যে কাজ চলছে। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকসহ অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা সম্ভব। 

‎উক্ত অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ'কে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর দৃষ্টি নন্দন স্টেডিয়াম পেয়ে বাঘাইছড়ি উপজেলা বাসী খুবই আনন্দিত খুব শীঘ্রই সকলের অংশ গ্রহনে একটি টূর্নামেন্ট আয়োজন করা হবে।

Friday, August 8, 2025

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাঘাইছড়ি প্রেসক্লাবের মানববন্ধন

 গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাঘাইছড়ি প্রেসক্লাবের মানববন্ধন 

বাঘাইছড়ি প্রতিনিধি-

সারাদেশে সাংবাদিকদের নিপিড়ন, হয়রানি ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবীতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মানববন্ধন করছে বাঘাইছড়ি প্রেসক্লাব ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

 শনিবার (৯ আগস্ট) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে  এই মানববন্ধন কর্মসূচীর আয়োজনে বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সভাপতি তোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম, কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন , সদস্য মো: ইমরান হোসেন জুমান প্রমুখ। 

প্রেসক্লাবের সদস্য মো: মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন ৭১ টিভি বাঘাইছড়ি প্রতিনিধি ওমর ফারুক সুমন, দেশ বার্তা প্রতিনিধি মোঃ হাসান আলী। সহ আরো উপস্থিত ছিলেন দৈনিক বায়জিদ প্রতিনিধি মোঃ আসিফ ইসলাম ও দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো: আনোয়ার হোসেন প্রমুখ। 

এসময় বক্তারা বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা এই হত্যকান্ডে জড়িত তারা কোন দলের নয় তারা আমাদের কাছে শুধুমাত্র সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, আমরা সংবাদকর্মীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। শুধুমাত্র হত্যাকারীদের গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত এই হত্যা কান্ডের বিচার সম্পন্ন করার জোড় দাবী জানান বক্তারা।

বাঘাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে খেদারমারা ইউনিয়ন বিএনপি

 বাঘাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে খেদারমারা ইউনিয়ন বিএনপি 

বাঘাইছড়ি প্রতিনিধি:-

রাঙ্গামাটি জেলা বিএনপির নির্দেশনায় ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায়, ইউনিয়ন বিএনপির অর্থায়নে বন্যার্তদের পাশে দাড়িয়েছে ৩১ নং খেদারমারা ইউনিয়ন বিএনপি ।

শুক্রবার (০৮ আগষ্ট) বিকাল ৪ ঘটিকায় খেদারমারা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুরছড়ি বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে ১৫০ জন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় খেদারমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল সবুর, উপজেলা দপ্তর সম্পাদক হুমায়ুন কবির মুসা, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজগর আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাম সওদাগর সহ উপজেলা, ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় বক্তৃতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় আকষ্মিক বন্যা বা যে কোন প্রাকৃতিক দুর্যোগের অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তারই ধারাবাহিকতায় ইউনিয়নে বন্যা ক্ষতিগ্রস্তদের তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

Thursday, August 7, 2025

বাঘাইছড়ির সাজেকে বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

 বাঘাইছড়ির সাজেকে বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী  বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। 

বৃহস্পতিবার(০৭ আগস্ট) বাঘাইহাট জোনের উদ্যোগে পানিবন্দি অর্ধশতাধিক হতদরিদ্র এবং দুঃস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাসুদ রানা, পিএসসি, অধিনায়ক, ৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট।

এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট জোন এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাঈম খন্দকার, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন তাজরিয়ান, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি জনাব নাজিম উদ্দীন চৌধুরী, বাঘাইহাট বাজার কমিটির সহ- সভাপতি মোঃ রায়হান উদ্দিন, স্থানীয় ব্যাবসায়ী মোঃ ঈসমাইল হোসেন, বাঘাইহাট কাঠব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাবুল হোসেন, ০৪ নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।

ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন -" বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে, সবার উপরে দেশ। আমরা দল,মত,জাতির উর্দ্ধে উঠে সবার নিরাপত্তা নিশ্চিতে সংকল্পবদ্ধ।বাঘাইহাট জোনের  নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে এবং উন্নয়ন মূলক  অবকাঠামো নির্মানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অত্র জোন কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে।

Wednesday, August 6, 2025

বাঘাইছড়িতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, কাপ্তাই বাধঁ দিয়ে অধিক পানি ছাড়ার আবেদন

 বাঘাইছড়িতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, কাপ্তাই বাধঁ দিয়ে অধিক পানি ছাড়ার আবেদন

বাঘাইছড়ি প্রতিনিধি-

মৌসুমী বলয় ঈশান এর ফলে টানা ভারী বর্ষণের কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার  নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলের কারণে বেশিরভাগ এলাকা এখন পানিবন্দি। 

বুধবার (৬ আগস্ট) মধ্যরাত হতে প্লাবিত হতে থাকে বাঘাইছড়ির নিন্মাঞ্চল, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পানি বৃদ্ধি পায়, বৃষ্টি কমলে পানি কমে বৃষ্টি বাড়লেও পানিও বাড়ে, এদিকে কাপ্তাই লেকের পানি বিপদসীমা অতিক্রম করায় ১৮ ইঞ্চি পরিমান জলকপাট খুলে দিয়ে কাপ্তাই হ্রদের পানি কর্ণফুলী নদীতে ফেলা হচ্ছে। 

বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বলেন, গত ১০-১৫ ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে এতে করে ফসলী জমি ও নিন্মাঞ্চল প্লাবিত হচ্ছে বৃষ্টি কমলে পানি কমে আবার বৃষ্টি হলে পানি বৃদ্ধি পায় এতে করে ফসলী জমির ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিন্মাঞ্চলের সড়ক প্লাবিত হয়ে মানুষের যোগাযোগ ব্যবস্থার চরম অবনতি হয়েছে। 

গতকাল (৫আগস্ট) বাঘাইহাট - সাজেক সড়কের মাচালং ব্রিজের পার্শের রাস্তা পানিতে তলিয়ে গেলে সাজেকে ৩ শতাধীক পর্যটক আটকা পরে, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় পর্যটকদের থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে, আজ বুধবার সকালে মাচালং সড়ক থেকে পানি নেমে গেলে পর্যটকরা নিরাপদে ফিরেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। 

বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা বলেন, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে বাঘাইড়ি পৌরসভা ও উপজেলার ৮ ইউনিয়নের নিন্মাঞ্চল গুলো প্লাবিত হয়েছে বিশেষ করে ফসলী জমির ক্ষতি হয়েছে বেশী এছাড়াও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে অনেক এলাকার, বাঘাইছড়ির পানিবন্দী মানুষদের উদ্ধার করা বা যেকোন সহযোগীর জন্য প্রস্তুত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, এছাড়াও  বন্যার্তদের জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেন।  তিনি পানি কমানোর জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন কাপ্তাই বাধের পানি আরো বেশী পরিমানে ছাড়তে পারলে বাঘাইছড়ির পানি দ্রুত নেমে যাবে। 

বাঘাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব লাইল্যাঘোনা সহ আশ পাশের গ্রাম গুলোর প্রায় প্রতিটি বাড়িই এখন পানিবন্দী, এছাড়াও বানি বন্দি আছে পৌরসভার ১, ২,৩,৪, ৫,৬,৭ নং ওয়ার্ডের নিচু এলাকাগুলো, এছাড়া প্রায় সব গুলো ইউনিয়নের নিচু এলাকার ফসলী জমি ও সড়ক পানিতে তলিয়ে গেছে। 

পূর্ব লাইল্যাঘোনা গ্রামের বাসিন্দা মোঃ ইকবাল হোসেন জানান বাঘাইছড়িতে টানা কয়েকদিন বৃষ্টি হলেই বন্যা হয় যা এখন আমাদের জন্য অনেক ভোগান্তি বিশেষ করে এই এলাকার প্রায় সকল বাড়ি প্লাবিত হয় কিন্তু দুঃখজনক হলো আমাদের এলাকায় একটি আশ্রয়কেন্দ্র নেই। আশ্রয় নেয়ার জন্য অনেক দূরের গ্রামে যেতে পানির মধ্য দিয়ে যা নিরাপদ নয়। পূর্ব লাইল্যাঘোনা এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ জনগণের প্রাণের দাবী। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, আমরা প্লাবিত এলাকাগুলোর ওপর সর্বক্ষণিক নজর রাখছি। উপজেলার ৫৫ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে বন্যার্তদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করতে, পৌর এলাকার জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তিনি আহবান জানিয়েছেন এবং বন্যার্তদের জন্য মানবিক সহায়তা প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।

বাঘাইছড়ি পৌরসভা ওলামা দলের আহ্বায়ক কমিটি অনুমোদন

 বাঘাইছড়ি পৌরসভা ওলামা দলের আহ্বায়ক কমিটি অনুমোদন

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, রাঙ্গামাটি জেলা শাখার অধীন বাঘাইছড়ি পৌরসভা ওলামা দলের ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

বুধবার (৬ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ ইব্রাহিম ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মাওলানা মোহাম্মদ নোমান স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। 

নবগঠিত কমিটিতে মাওলানা মোঃ নাসির উদ্দীনকে আহ্বায়ক,সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন। এছাড়া মোঃ হাবিবুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাওলানা মোঃ খাজা আহম্মদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এবং মোহাম্মদ আলী, আজগর খান বাবুল, আব্দুল কাদের, দেলোয়ার হোসেন, মফিজুর রহমান এবং রাজু আহম্মদকে সদস্য করা হয়েছে। 

দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সংগঠন শক্তিশালী ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক মাওলানা মোঃ নাসির উদ্দীন বলেন, “আমরা দ্বীনি মূল্যবোধে বিশ্বাসী সংগঠনের কর্মী হিসেবে সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখবো।” সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন বলেন, “বাঘাইছড়ি পৌর ওলামা দলকে একটি সুসংগঠিত ও প্রভাবশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের অগ্রাধিকার।”

Tuesday, August 5, 2025

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়িতে জামায়াতের গণ মিছিল ও সমাবেশ

 ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়িতে জামায়াতের গণ মিছিল ও সমাবেশ 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জামায়েতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে বাঘাইছড়ি উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, টীম সদস্য - আব্দুল কাইয়ুম ও ইকবাল করীম, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো: ইউসুফ 

উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ আবছার হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা আফসার উদ্দিন, উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারী ডাঃ সর্দার আব্দুর রহিম, বাঘাইছড়ি পৌর জামায়াতের সহ সভাপতি মোঃ ওবাইদুল হক, পৌর জামায়াতের সভাপতি নেয়ামত উল্লাহ। 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ৩৬ জুলাই ২০২৪ এর গণ অভ্যুত্থানের ফলে আজকে আমরা উন্মুক্তভাবে জামায়াতে ইসলামীর রাজনীতি করার সুযোগ পেয়েছি এবং কথা বলার স্বাধীনতা পেয়েছি, তারা বলেন ২৪ এর গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড একমাত্র আল্লাহ তায়ালা কারন বান্দার অনেক পরিকল্পনা থাকে কিন্তু বাস্তবায়ন হয়েছে আল্লাহর পরিকল্পনা। জুলাই-আগস্ট আন্দোলনে যারা শহিদ হয়েছেন তারা সহ বাংলাদেশ জামায়েতে ইসলামীর যেসকল নেতাকর্মীরা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। 

বক্তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে বলেন, গন অভ্যুত্থানে হত্যাকারীদের বিচারের আগে নির্বাচন করতে দেয়া যাবেনা,  নির্বাচনে পি আর পদ্ধতিতে হতে হবে, পূর্ণ সংস্কার বাংলাদেশে নির্বাচন সম্ভব নয়৷ 

সভাপতির বক্তব্যে জামায়েতের আমীর মাওলানা কবির আহমদ বলেন, শান্তির বাংলাদেশ বিনির্মানের জন্য সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যেসকল প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের ভোট দিয়ে জয়ী করে সরকার গঠন করার জন্য সকলের কাছে সহযোগীতা কামনা করেন।

সমাবেশ শেষে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে গণ মিছিল অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়িতে তিন নেতার দলীয় পদ স্থগিতকরন আদেশ প্রত্যাহার

 বাঘাইছড়িতে তিন নেতার দলীয় পদ স্থগিতকরন আদেশ প্রত্যাহার

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি উপজেলার তিন নেতার ওপর জারি করা পূর্বের দলীয় কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

স্থগিতাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন:

১। মোঃ ইউসুফ আলী – সহ-দপ্তর সম্পাদক বাঘাইছড়ি উপজেলা বিএনপি।

২। মোঃ আশরাফ আলী – যুগ্ম আহ্বায়ক, বাবা পৌর ছাত্রদল।

৩। মোঃ আইয়ুব আলী – সদস্য পৌর ছাত্রদল বাঘাইছড়ি পৌরসভা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতারা দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভবিষ্যতে কোনো দলীয় শৃঙ্খলাভঙ্গকারী কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার করেছেন। এ প্রেক্ষিতে, পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদেরকে স্ব-পদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হলো।

উল্লেখ্য,গত ১৭ ফেব্রুয়ারি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় এ তিন নেতা নিজ দলের কয়েকজন নেতাকর্মীকে সংঘবদ্ধভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার প্রেক্ষিতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। ৬ মার্চ ২০২৫ তারিখে বাঘাইছড়ি পৌর বিএনপি ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা কমিটিকে লিখিতভাবে অবহিত করে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায়, দলের গঠনতন্ত্রের ৫(গ) ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের পদ থেকে কার্যক্রম স্থগিত করা হয়।

বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিজেদের ভুল স্বীকার করে সংশোধনের আবেদন জানানোর প্রেক্ষিতে দলীয় নেতৃত্ব তাঁদের আবেদনে সাড়া দিয়ে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে।

তবে বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে শৃঙ্খলাভঙ্গকারী কোনো কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট নেতাদেরকে দায়িত্বশীল আচরণ ও সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

Monday, August 4, 2025

বাঘাইছড়িতে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

 বাঘাইছড়িতে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা, পৌর, অঙ্গ ও সহযোগী সংগঠনে আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ঘটিকায় চৌমুহনী বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ণাঢ্য বিজয় র‌্যালির সমাবেশে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা'র সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম সহ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা সব-সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই।

বক্তারা আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের এখন থেকেই ঘরে ঘরে গিয়ে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। জনগণের রায় নিয়ে বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে এসে একটি উন্নত, গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে—যেখানে থাকবে বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমতের স্বাধীনতা।

সমাবেশে বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরশাসক জাতির ওপর চেপে বসতে না পারে, সে লক্ষ্যে বিএনপি নিরলসভাবে কাজ করে যাবে।

Saturday, August 2, 2025

বাঘাইছড়ির মারিশ্যা দিঘিনালা সড়কে পাহাড় ধসে যানচলাচল বন্ধ

 বাঘাইছড়ির মারিশ্যা দিঘিনালা সড়কে পাহাড় ধসে যানচলাচল বন্ধ 

বাঘাইছড়ি প্রতিনিধি- 

রাঙ্গামাটি বাঘাইছড়িতে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার একমাত্র আন্ত জেলা সংযোগ সড়ক মারিশ্যা দিঘিনালা সড়কে পাহাড় ধসে যানচলাচল চলাচল বন্ধ রয়েছে। 

রবিবার (৩ আগষ্ট) রাতভর ভারী বৃষ্টির ফলে সকাল সাড়ে ৬ টার দিকে সড়কের ৯,১০ ও ১৪ কিলোমিটার এলাকায় পাহাড় ধসে পরে এতে চট্টগ্রাম গামী শান্তি পরিবহনের বাস ও ছোট বড় অনেক যানবাহন আটকে পড়েছে। এতে দূর্ভোগে পড়েছে শতাধিক মানুষ। এছাড়া টানা বৃষ্টির ফলে বাঘাইছড়ির নিচু অঞ্চল প্লাবিত হয়েছে বেশ কয়েকটি অভ্যন্তরিন সড়ক পানিতে তলিয়ে গেছে। 

এদিখে বাঘাইছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও শান্তি পরিবহনের লাইন ম্যান গিয়াস উদ্দিন নাছির পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন এখন পর্যন্ত তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ার সংবাদ পেয়েছি, সব গাড়ী আটকে আছে পথে মাটি সরানোর কাজ এখনো শুরু হয়নি। 

শান্তি পরিবহনের যাত্রী মো: আরমান বলেন সকাল থেকে সড়কে আটকে আছি প্রচুর বৃষ্টি হচ্ছে আরো বড় ধরনের আশংকা রয়েছে।

খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা বলেন, আমরা সংবাদ পেয়েছি মাটি সরাতে জনবল ও পেলোডার পাঠানো হয়েছে মাটি সরাতে কিছুটা সময় লাগবে। 

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার পাহাড় ধসে যানচলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। পাহাড়ের পাদদেশে বসবাস কারী সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

Friday, August 1, 2025

বাঘাইছড়িতে মারিশ্যা ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের কমিটি গঠন

 বাঘাইছড়িতে মারিশ্যা ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের কমিটি গঠন 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৩নং মারিশ্যা ইউনিয়ন বিএনপি'র ৮নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

গত কাল বৃহস্পতিবার (৩১জুলাই) রাত সাড়ে ৯ ঘটিকায় ৩৩নং মারিশ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছব্বত আলী'র চায়ের দোকানে আলোচনা সভার মধ্য দিয়ে ৮নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। 

উক্ত আলোচনা সভায় ৩৩নং মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইজ উদ্দিন সাজু'র সঞ্চালনায় মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছব্বত আলী। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩নং মারিশ্যা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ডেে মেম্বার মোঃ মোফাজ্জল হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় ২০২১ সালে গঠিত ৮নং ওয়ার্ড বিএনপির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের প্রত্যক্ষ সমর্থনে নতুন কমিটির দায়িত্ব প্রদান করা হয়। কমিটিতে সভাপতি মোঃ শামসুদ্দিন (অপু) সাধারণ সম্পাদক মোঃ নবীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম'কে মনোনীত করা হয়।

এসময় অতিথিবৃন্দ বলেন, শুধু কমিটিতে অন্তর্ভুক্ত হলেই হবে না দলের জন্য কাজ করতে হবে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।আমরা মাদক, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত দেশ চাই,সমাজ চাই, একেকটা বিএনপির কর্মী চাই, যারা চাঁদাবাজি করবে তাদের বিএনপির মধ্যে ঠাই নেই, আমরা সবাইকে নিয়ে সুন্দর সমাজ ও দেশ গড়তে চাই।

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

 বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ  ‎বাঘাইছড়ি প্রতিনিধি-  ‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স...