বাঘাইছড়িতে ইয়াবাসহ চারজন আটক, মাদক মামলা রুজু
বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে দুরছড়ি পুলিশ ফাঁড়ির এসআই সুজন দেবের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স বাঘাইছড়ি থানাধীন খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি শাক্যকুল বৌদ্ধ বিহারের বটতলার নিচে পাঁকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় (০৯) পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন আসামিকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় বাঘাইছড়ি থানায় মামলা নং-০২, তারিখ-১৪/০১/২০২৬ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
ধৃত আসামিরা হলেন—
১। মোঃ সিরাজ হোসেন (২৮), পিতা- মৃত মোঃ অসিউর রহমান, মাতা- হামিদা বেগম, সাং- মুসলিমপাড়া, ০৪নং ওয়ার্ড, খেদারমারা ইউনিয়ন, থানা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি।
২। মোঃ রাকিবুল (১৯), পিতা- নুরু আলম, মাতা- রতনা বেগম।
৩। মোঃ মনির হোসেন (৩৫), পিতা- মৃত আব্দুল রাজ্জাক, মাতা- হালিমা বেগম।
৪। মোঃ শহিদুল ইসলাম (৩০), পিতা- ইদ্রিস আলী, মাতা- মৃত জোসনা বেগম, সাং- উত্তর রহমতপুর, কালাপাকুইজ্জা ইউনিয়ন, থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটি।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির উদ্দীন মজুমদার বলেন, মাদক নির্মূলে বাঘাইছড়ি থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Post a Comment