Top News

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছে বাঘাইহাট জোন ‎

 সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছে বাঘাইহাট জোন

‎মোঃ আসিফ ইসলাম সাইফ
‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

‎রবিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ ঘটিকায় সাজেক ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হতদরিদ্র, দুস্থ, বয়স্ক পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

‎এ সময় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি।
‎এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি এবং ইউনিটের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

‎সাজেক অদিতি পাবলিক স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ৬নং আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার দুই শতাধিক স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— ৩৬নং সাজেক ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের ইউপি সদস্য দয়াধন চাকমা,বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মোঃ রায়হান হোসেন, বাজার সভাপতি নাজিম উদ্দীন,এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন— “দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ মানুষ শীত মৌসুমে ব্যাপক কষ্টে থাকে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। সবাইকে একসাথে এক স্থানে জড়ো করা সম্ভব না হওয়ায় পূর্বেও বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সাজেক অদিতি পাবলিক স্কুল মাঠে এই আয়োজন করা হয়েছে।”

‎তিনি আরও বলেন,“বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”

Post a Comment

Previous Post Next Post