Bangladesh media

Thursday, July 31, 2025

বাঘাইছড়িতে মারিশ্যা ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের কমিটি গঠন

 বাঘাইছড়িতে মারিশ্যা ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের কমিটি গঠন 

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৩নং মারিশ্যা ইউনিয়ন বিএনপি'র ৯নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১জুলাই) রাত সাড়ে ৯ ঘটিকায় ৩৩নং মারিশ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছব্বত আলী'র চায়ের দোকানে আলোচনা সভার মধ্য দিয়ে ৯নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। 

৩৩নং মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইজ উদ্দিন সাজু'র সঞ্চালনায় মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছব্বত আলী। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩নং মারিশ্যা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৯নং ওয়ার্ডেে মেম্বার মোঃ মোফাজ্জল হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় ২০২১ সালে গঠিত ৯নং ওয়ার্ড বিএনপির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের প্রত্যক্ষ সমর্থনে নতুন কমিটির দায়িত্ব প্রদান করা হয়। কমিটিতে সভাপতি মোঃ নেকমত আলী, সাধারণ সম্পাদক মোঃ শুক্কুর আলী ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মজিদ'কে মনোনীত করা হয়।

এসময় অতিথিবৃন্দ বলেন, শুধু কমিটিতে অন্তর্ভুক্ত হলেই হবে না দলের জন্য কাজ করতে হবে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।আমরা মাদক, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত দেশ চাই,সমাজ চাই, একেকটা বিএনপির কর্মী চাই, যারা চাঁদাবাজি করবে তাদের বিএনপির মধ্যে ঠাই নেই, আমরা সবাইকে নিয়ে সুন্দর সমাজ ও দেশ গড়তে চাই।

বাঘাইছড়িতে পৌর বিএনপির ৭নং ওয়ার্ডের কমিটি গঠন

 বাঘাইছড়িতে পৌর বিএনপির ৭নং ওয়ার্ডের কমিটি গঠন 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র পৌর শাখার ৭নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১জুলাই) রাত সাড়ে ৮ ঘটিকায় বাঘাইছড়ি সরকারি প্রাঃ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে ৭নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। 

বাঘাইছড়ি পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফি'র সঞ্চালনায় ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি ৫.৬ ও ৭ নং ওয়ার্ড়ে প্রধান সমন্বয়ক আবছার উদ্দিন, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ৫.৬ ও ৭ নং ওয়ার্ডের সমন্বয়ক আব্দুল মাবুদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় ২০২১ সালে গঠিত ৭নং ওয়ার্ড বিএনপির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের প্রত্যক্ষ সমর্থনে নতুন কমিটির দায়িত্ব প্রদান করা হয়। কমিটিতে সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ শফি ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেন ভোলা'কে মনোনীত করা হয়।

এসময় অতিথিবৃন্দ বলেন, শুধু কমিটিতে অন্তর্ভুক্ত হলেই হবে না দলের জন্য কাজ করতে হবে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।আমরা মাদক, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত দেশ চাই,সমাজ চাই, একেকটা বিএনপির কর্মী চাই, যারা চাঁদাবাজি করবে তাদের বিএনপির মধ্যে ঠাই নেই, আমরা সবাইকে নিয়ে সুন্দর সমাজ ও দেশ গড়তে চাই।

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

 বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ 

বাঘাইছড়ি প্রতিনিধি- 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পুরাতন মারিশ্যা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করছে (২৭ বিজিবি) মারিশ্যা জোন। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি অবগত করা হয়েছে। 

গত ২৯জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা পুরাতন মারিশ্যা হতে সুবেদার মোঃ মোস্তাক আহমেদ এর নেতৃত্বে একটি টহল দল নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ১২৩.২৯ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-১,৮৪,৯৩৫/- (এক লক্ষ চুরাশি হজার নয়শত পয়ত্রিশ) টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্লাহ দেওয়ানের বদলি জনিত বিদায় সংবর্ধনা

 মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত উল্লাহ দেওয়ানের বদলি জনিত বিদায় সংবর্ধনা 

বাঘাইছড়ি প্রতিনিধি: 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালের প্রধান শিক্ষক মোঃ রহমত উল্লাহ দেওয়ানের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১জুলাই) সকাল সাড়ে ১১ঘটিকায় মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসহাক রনি'র সঞ্চলনায় অত্র বিদ্যালয়ের বর্তমান (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রোকেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মোঃ রহমত উল্লাহ দেওয়ান। 

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহ জালাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী তারা, সদস্য শাহিনুর আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। 

উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, তিনি দীর্ঘ ১৬ বছর ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তার আন্তরিক প্রচেষ্টা ও দক্ষ ব্যবস্থাপনায় বিদ্যালয়ের একাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীদের ফলাফলে ইতিবাচক পরিবর্তন এসেছিল। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে তার দায়িত্বশীলতা প্রশংসিত হয়ে এসেছে বারবার। তার পেশাগত কর্মদক্ষতার প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।

এসময় রহমত উল্লাহ দেওয়ান বলেন, "এই বিদ্যালয় আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘ ১৬ বছরের প্রতিটি মুহূর্ত আমি শিক্ষার্থীদের মাঝে, সহকর্মীদের সঙ্গে কাটিয়েছি দায়িত্ব ও ভালোবাসা নিয়ে। আজ যখন বিদায় নিতে যাচ্ছি, মনে হচ্ছে পরিবারের একাংশ রেখে যাচ্ছি। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমি চিরকাল স্মরণ করবো। নতুন কর্মস্থলেও আমি যেন এভাবে সবার হৃদয়ে স্থান করে নিতে পারি সেই দোয়া চাই।"

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোকেয়া বেগম। তিনি ইতিপূর্বে সহকারী শিক্ষক হিসেবে তার কর্মজীবনে সততা ও একাগ্রতার প্রমাণ রেখেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ধরে রাখার পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা ও পাঠদান কার্যক্রম আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, "আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। আগের প্রধান শিক্ষকের মতো আমিও চেষ্টা করবো বিদ্যালয়ের মানোন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করতে।"

এদিখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষকের প্রতি আবেগ অনুভূতির প্রকাশ করে বলেন, ‘আজকের পর থেকে স্যারকে আর স্কুলে দেখবো না। তিনি সব-সময় আমাদের মনে থাকবেন, স্যারকে আমরা মিস করবো। স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। স্যার আমাদের আদর যত্ন করে পড়ালেখা করাতেন।’ 

পরিশেষে বদলি জনিত বিদায়ী প্রধান শিক্ষক রহমত উল্লাহ দেওয়ানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথি ও শিক্ষক-শিক্ষাথীবৃন্দ। পরে বিদ্যালয়ের মাঠ থেকে গেইট পর্যন্ত দু'পাশে সারি সারি লাইন ধরে বিদায় জানান শিক্ষার্থীবৃন্দ। 

Wednesday, July 30, 2025

বাঘাইছড়িতে কাচালং নদীর ভাঙ্গনে পূর্ব লাইল্যাঘোনা গ্রামের ৬০ পরিবার ঝুঁকিতে

 বাঘাইছড়িতে কাচালং নদীর ভাঙ্গনে পূর্ব লাইল্যাঘোনা গ্রামের ৬০ পরিবার ঝুঁকিতে 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব লাইল্যাঘোনা গ্রাম কাচালং নদীর ভাঙ্গনে র ফলে বসবাসে হুমকির মুখে প্রায় ৬০ পরিবার। 

সরেজমিনে গিয়ে দেখা যায় কাচালং নদীর পূর্ব পাড়ে বসবাস করা পরিবার গুলোর দুর্বিষহ জীবন  যাপন করছে,  একসময় বর্তমান নদীর প্রায় মাঝখান পর্যন্ত রাস্তার সীমানা ও নিজস্ব জায়গা ছিলো পরিবারগুলোর কিন্ত কালের বিবর্তনে বর্তমানে সড়ক বিলিন হয়ে স্থানীয়দের বসবাসের জায়গাও নদীতে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে ১০ টি পরিবারের বসতি ঘর ভাঙ্গনের কবলে পরে উদ্বাস্তু হয়ে গেছে তারা এখন তারা অন্যত্র বসবাস করছে। নদী ভাঙ্গনের সাথে সাথে এই এলাকার আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা অল্প বৃষ্টি হলে প্লাবিত হয় পুরো এলাকা। চলাফেরার রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে শিশু, নারী ও বৃদ্ধদের চলাচল বিপদজনক হয়ে উঠে। নদী ভাঙ্গন ও বন্যার সমস্যা সমাধানের জন্য সরকারের প্রতি স্থানীয়দের দাবী বেড়িবাঁধ ও উচুঁ সড়ক নির্মাণ করা। 

স্থানীয় কৃষক মোঃ আফসার হোসেন বলেন, আমরা কাপ্তাই বাধে উদ্বাস্তু হয়ে এই এলাকায় বসবাস শুরু করি, একসময় নদীর পাড়ে বিশাল জায়গা ছিলো আমাদের চলাচলের জন্য রাস্তা ছিলো এখন রাস্তা নেই সাথে বসতঘরের জায়গাও হারিয়ে যাচ্ছে নদীতে, এখন যদি নদীতে বেড়িবাঁধ দেয়া না হয় আমাদের অবশিষ্ট জায়গাটুকু হয়তো নদীতে বিলীন হয়ে যাবে। 

বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের  ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও স্থানীয় বাসিন্দা মো: আব্দুল খালেক বলেন,  আমরা প্রায় ৫৫-৬০ বছর এই এলাকায় বসবাস করে আসছি সুন্দর ভাবে কিন্তু এই নদী ভাঙ্গন ও বন্যার ফলে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে, নদী ভাঙ্গন ঠেকাতে ব্যক্তি উদ্যোগ ও সরকারি সহায়তায় ছোট ছোট উদ্যোগ নেয়া হয়েছিলো যার কোনটিই কাজে আসেনি এখন এই ভাঙ্গনের বৃহৎ আকার ধারন করেছে যার সমাধান এখন বেরীবাধ নির্মাণ, তিনি স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই এলাকাটিকে বাচানোর জন্য বাঁধ নির্মাণের জন্য অনুরোধ জানান। 

স্থানীয় যুবক ও বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন বলেন, আমাদের এই এলাকাটি বাঘাইছড়ি উপজেলার মধ্যে অন্যতম একটি দুর্যোগ পূর্ণ এলাকা, অল্প বৃষ্টিতে বন্যায় প্লাবিত হয় পুরো গ্রাম এবং নদী ভাঙ্গনের ফলে ৬০ টিরও অধিক পরিবারের দুর্দশা খুবই করুন, শুধু তাই নয় এই এলাকাটিতে নেই কোন আশ্রয় কেন্দ্র ও নেই উচুঁ সড়ক, বন্যায় প্লাবিত হলে মানুষজন যে আশ্রয় নিবে এমন একটি স্থান নেই, উচুঁ সড়ক থাকলে গবাদী পশু নিয়ে মানুষ বন্যার সময় কিছুটা স্বস্তি পেতো। তিনি হতাশা নিয়ে বলেন দীর্ঘদিন যাবৎ আমরা অনেক সমস্যায় ভোগছি কোন সমাধান হচ্ছেনা আমাদের আগামী প্রজন্মের জন্য নদী ভাঙ্গন, উচুঁ সড়ক ও বন্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য প্রশাসন ও সরকারের নিকট আহবান জানা।

নদী ভাঙ্গনের বিষয়ে বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ বলেন, বাঘাইছড়িতে বিভিন্ন এলাকায় কাচালং নদীর ভাঙনের কবলে পড়েছে বিশেষ করে করেঙ্গাতলী থেকে শুরু করে দুরছড়ি এলাকা পর্যন্ত বেশ অনেক যায়গায় নদীর দুই পাড়ে ভাঙ্গণ দেখা দিয়েছে। কাচালং নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের পানি নামতে গিয়েই বিশেষ করে দুই পাড়ে ভাঙ্গণ দেখা দিয়েছে। দ্রুত প্রকল্প নিয়ে সমস্যার সমাধান করলে ভাঙ্গন প্রতিরোধ করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন। 

এই বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামানের সাথে কথা বললে তিনি বললেন, আমরা ইতিমধ্যে কাচালং নদীর ভাঙ্গন এলাকা গুলো জরিপ করছি এবং পূর্ব লাইল্যাঘোনা এলাকার ভাঙ্গন রোধে মন্ত্রনালয়ে টেকশই বাধঁ নির্মাণের জন্য প্রাক্কলন (ইস্টিমেট) প্রস্তাব করা হয়েছে আশা করছি দ্রুত সময়ের মধ্যে প্রকল্প দেয়া হবে।

Monday, July 28, 2025

নুর উদ্দিন রাজুর ব্যক্তিগত পক্ষ থেকে মুসলিম ব্লক মুন্সি পাড়া ইবাদাত খানা মসজিদে মাইক উপহার

 নুর উদ্দিন রাজুর ব্যক্তিগত পক্ষ থেকে মুসলিম ব্লক মুন্সি পাড়া ইবাদাত খানা মসজিদে মাইক উপহার 

বাঘাইছড়ি প্রতিনিধি: 

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার বৃহত্তর মুসলিম ব্লক গ্রামের মুন্সি পাড়া মসজিদে এক সেট মাইক ও ব্যাটারি উপহার হিসেবে দান করেছেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: নূরউদ্দিন রাজু। 

সোমবার (২৮জুলাই) রাতে মসজিদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক  ও মুসুল্লিদের কাছে মাইক ও ব্যাটারি হস্তান্তর করেন। এসময় নূরউদ্দিন রাজুর সাথে তার রাজনৈতিক সহযোদ্ধারাও উপস্থিত ছিলেন। 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর উদ্দিন রাজু বলেন,"মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমি বিশ্বাস করি, ইবাদতের পরিবেশ উন্নত হলে মানুষের চিন্তা-চেতনায়ও ইতিবাচক পরিবর্তন আসে। এই মাইক উপহার আমার পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক উন্নয়নে পাশে থাকবো।”তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের রাষ্ট্রিয় ক্ষমতায় আসলে এই অবহেলিত মসজিদটি পাকা ভবন সহ আরো বৃহৎ উন্নয়ন করার লক্ষে জোরালো ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

উপহার প্রাপ্তির পর মসজিদ কমিটি ও এলাকাবাসী নুর উদ্দিন রাজুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন,"বর্তমান সময়ে এ ধরনের সহানুভূতিশীল উদ্যোগ খুবই অনুপ্রেরণাদায়ক। মসজিদের প্রয়োজনীয় জিনিসপত্রে সহযোগিতা পেয়ে আমরা সত্যিই উপকৃত হয়েছি।"

Sunday, July 27, 2025

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ আগর কাঠ জব্দ

 বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ আগর কাঠ জব্দ 

বাঘাইছড়ি প্রতিনিধি- 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লাখ টাকার অবৈধ আগর কাঠ জব্দ করছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। 

রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি অবগত করা হয়েছে। 

বিজিবি জানায় গত ১৬ জুলাই ২০২৫ তারিখ মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের হাবিলদার আল-মামুন এর নেতৃত্বে চেক পোষ্টে সিএনজি তল্লাশী করে মালিকবিহীন ২০ কেজি আগর কাঠ জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা।

এছাড়া গত ১৭ জুলাই মারিশ্যা ব্যাটালিয়ন এর অধীনস্থ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল হাকিম এর নেতৃত্বে চেক পোস্টে সিএনজি তল্লাশি করে মালিক বিহীন ৬০ কেজি আগর কাঠ জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।  

গত ২৪ জুলাই মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর হাবিঃ মোঃ আব্দুল গফুর, বিজিবিএম এর নেতৃত্বে একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা বাস স্ট্যান্ড এলাকা হতে পরিত্যক্ত অবস্থার অবৈধ ৮১ ঘনফুট চাপালিশ কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১,২১,৫০০/- (এক লক্ষ একুশ হাজার পাঁচশত) টাকা

গত কাল ২৬ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা পুরাতন মারিশ্যা হতে সুবেদার মোঃ মোস্তাক আহমেদ এর নেতৃত্বে একটি টহল দল নদীর পানির মধ্যে হতে লুকায়িত অবস্থায় বিভিন্ন ধরণের ৫৭৯.০৩ ঘনফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ৯,৮৬,৯৩৪/- (নয় লক্ষ ছিয়াশি হাজার নয়শত চৌত্রিশ) টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

Saturday, July 26, 2025

বাঘাইছড়িতে পৌর ১নং ওয়ার্ড বিএনপির কমিটি পুনঃগঠন

 বাঘাইছড়িতে পৌর ১নং ওয়ার্ড বিএনপির কমিটি পুনঃগঠন 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার পৌর ১নং ওয়ার্ড বিএনপির কমিটি পুনঃগঠন করা হয়েছে। 

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭ঘটিকায় চৌমুহনী বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে কণ্ঠভোটের ভিত্তিতে এ কমিটি পুনঃগঠন করা হয়। 

সভায় সর্বসম্মতিক্রমে শেখ ফরিদকে সভাপতি, সুন্দর আলীকে সাধারণ সম্পাদক এবং আব্দুর রহিম মালুমকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটির গঠন প্রক্রিয়া পরিচালনা করেন বাঘাইছড়ি পৌর বিএনপির সহ-সভাপতি ও ১, ২, ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা।

উক্ত আলোচনা সভায় পৌর১নং ওয়ার্ড বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি মো: শিফন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক মোঃ হালিম, সহ-সমন্বয়ক শাহজালাল এবং অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ হালিম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল। দলের শৃঙ্খলা বজায় রেখে জনগণের স্বার্থে কাজ করতে হবে। কেউ যদি দলের সুনাম ক্ষুন্ন করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে আইনের আশ্রয় নেওয়া হবে।

প্রধান অতিথি মোঃ মোস্তফা বলেন, দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সবাই যদি আন্তরিকভাবে নিজেদের দায়িত্ব পালন করেন, তাহলে দল উপকৃত হবে এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

লংগদুতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখোকন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত

 লংগদুতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখোকন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত

মোঃ এরশাদ আলী, 

লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

২৬ জুলাই (শনিবার) সকাল ১০টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সহযোগিতায় ও উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন, লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ,  উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন,  উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান,  উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, লংগদু প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক মোঃ এখলাস মিয়া খান সহ প্রমুখ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ সমাজের নানা শ্রেণি-পেশার নারী পুরুষ সহ বিভিন্ন ধরণের ভাতাভোগীরা অংশ গ্রহণ করেন। 

এসময়ে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা এক মিনিট নিরবতা পালন সহ মোনাজাত করা হয় এবং  জুলাইয়ের স্মৃতি চারণ করে বিস্তারিত আলোচনা করার পর জুলাই পুনর্জাগরণের লাজো কন্ঠে শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। 

লংগদুতে জাতীয়তাবাদী কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলনে তৈয়ব আলী-হারুন- রুহুল আমিন নির্বাচিত

 লংগদুতে জাতীয়তাবাদী কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলনে তৈয়ব আলী-হারুন- রুহুল আমিন নির্বাচিত

মোঃ এরশাদ আলী 

লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির দূর্গম উপজেলা লংগদুতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

২৬ জুলাই (শনিবার)  লংগদু উপজেলা কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।  

লংগদু উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন সম্পাদক এমএ হালিম এর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা কৃষক দলের  সভাপতি আলোক প্রিয় চাকমা।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ,  সিনিয়র সহ-সভাপতি আবু নাছির,  লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,  জেলা কৃষক দলের  সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবুল ও লংগদু উপজেলা কৃষক দলের আহবায়ক নূরুল হক নূরু সহ প্রমুখ নেতৃবৃন্দ। 

এসময়ে আলোচনা সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে  উপজেলা কৃষক দলের সভাপতি পদে মোঃ তৈয়ব আলী ,  সাধারণ সম্পাদক পদে  মোঃ হারুন  ও  সাংগঠনিক সম্পাদক পদে মোঃ  রুহুল আমিনকে নির্বাচিত করা হয়।

সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

 সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ 

বাঘাইছড়ি প্রতিনিধি 

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ জুলাই) সকাল ১১ ঘটিকায় মাদ্রাসার মিলনায়তন হল রুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর প্রশাসক ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা, বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সারোয়ার আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সহ-সভাপতি আবছার উদ্দিন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ ও মাদ্রাসার সুপার শাহাজাদা আব্দুল বারী সহ অভিভাবক,ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, অত্র মাদ্রাসায় শ্রেণী কক্ষ সল্পতার কারনে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি জেলা পরিষদ বা শিক্ষা প্রকৌশল শ্রেণীকক্ষ নির্মান করে দেওয়া জন্য বক্তারা জোর দাবী রাখেন, এবং সরকারের সুদৃষ্টি কামনা করেন। মাদ্রাসায় জন্য উন্নয়ন মূলক কাজ করার আশ্বস্ত করেন নেতাকর্মীবৃন্দ।

Friday, July 25, 2025

বাঘাইছড়ি পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন

 বাঘাইছড়ি পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র পৌর শাখার ৫নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকায় কাচালং বাজার কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার মধ্য দিয়ে ৫নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠিত হয়েছে। 

৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাসান আলীর সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বিশেষ অতিথিদের মধ্যে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, পৌর বিএনপির সহ সভাপতি ও ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক আফসার উদ্দিন, সহ সভাপতি কাজী মোস্তফা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল মাবুদ। 

সভায় ২০২১ সালে গঠিত ৫নং ওয়ার্ড বিএনপির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের প্রত্যক্ষ সমর্থনে পূর্বের কমিটির নেতৃবৃন্দকে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়। 

বিশেষ অতিথিরা বলেন, ৫নং ওয়ার্ড তথা কাচালং বাজার এলাকাকে বিগত আওয়ামী সরকার গোপালগঞ্জ বানিয়ে রেখেছিলো তবুও এই ওয়ার্ডের একজন বিএনপির সমর্থক কমাতে পারেনি বরং বিএনপির সমর্থক বেড়েছে, শুধু এই ওয়ার্ড নয় সারা বাংলাদেশেই বিএনপির কর্মী সমর্থক বেড়েছে। তারা বলেন শুধু কমিটিতে অন্তর্ভুক্ত হলেই হবে না দলের জন্য কাজ করতে হবে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার লক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

প্রধান বক্তা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা বক্তব্যের শুরুতেই ওয়ার্ড কমিটির সভাপতি হিসেবে আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক হিসেবে হাসান আলী, সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈয়দ আলীর নাম প্রস্তাব করলে সকলে সম্মতি প্রকাশ করে। ৩১ জন সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩ বছরের জন্য প্রস্তাব করলে পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু অনুমোদন করেন। তিনি বক্তব্যে বলেন বিএনপি বিগত ১৭ বছর বিএনপি জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং সর্বশেষ একটা দাবীতে ঐক্যমত হয়েছে তা হলো শেখ হাসিনার পতন ও অবাধ সুষ্ঠ নির্বাচন। বিএনপির আন্দোলন ও দাবী সফলতায় পরিনত হয়েছে দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় ছাত্র-জনতার নেতৃত্বে ৫ আগস্টে আওয়ামীলীগের পতন। তিনি আরো বলেন বিএনপি নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে সময়সীমা বেধে দিয়েছেন তার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আপনারা বিএনপির সুফল জনগণের কাছে পৌঁছে দিবেন এবং আগামী জাতীয় নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ ভাবে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু নবাগত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন ৫নং ওয়ার্ড বাঘাইছড়ি পৌরসভার হেডকোয়ার্টার বলা যায় আপনাদের দায়িত্ব অনেক, দলের দুর্দিনে যেমন নিবেদিত ছিলেন ভবিষ্যতেও থাকবেন,  দলের নির্দেশনা মেনে চলার চেষ্টা করবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বচনে আপনারা বিএনপির বিজয় সুনিশ্চিত করতে ভুমিকা রাখবেন। তিনি আরো বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গুরু দায়িত্ব ছিলো দ্রুত নির্বাচন দিয়ে জনগনের মনোনীত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা কিন্তু তারা তা বিলম্ব করে বিভিন্ন বিষয়ে উদ্যোগ নিতে গিয়ে নতুন নতুন সমস্যা পড়ছে এবং সমস্যায় পড়লেই তারা ঐক্যের আহবান জানান আবার সমস্যা কেটে ঐক্য ভুলে যান আমরা তবুও আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাদ নিরপেক্ষ ও সুষ্ঠ হবে এই আশায় আছি এবং বিএনপি সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

Thursday, July 24, 2025

বাঘাইছড়িতে কাজুবাদাম ও কপি চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 বাঘাইছড়িতে কাজুবাদাম ও কপি চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটি বাঘাইছড়িতে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ২০২৫-২৬ অর্থবছরে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে "৪ ব্যাচে" মোট ১২০ জন কৃষক-কৃষানী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 

উক্ত প্রশিক্ষণের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। 

এসময় উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান কফি ও কাজুবাদাম চাষের সম্ভাবনা, পদ্ধতি, প্রক্রিয়াজাত করণ এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণের প্রশ্ন উত্তর পর্বে উপজেলা কৃষি অফিসার আমন ধানের চারার বয়স ঠিক রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন এই প্রকল্প থেকে উপজেলার বেশ কিছু কৃষককে কফি পাল্পিং মেশিন, কফি রোস্টার এবং গ্রাইন্ডার বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও হবে।

অনুষ্ঠানে প্রশিক্ষনে বালাইনাশকের ব্যবহার বিষয়ে কথা বলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ। প্রশিক্ষণ শেষে ১১ জন কাজুবাদাম প্রদর্শনী প্রাপ্ত কৃষক এবং আট জন কফি প্রদর্শনী প্রাপ্ত কৃষকের মাঝে চারা, রাসায়নিক ও জৈব সার এবং বালাইনাশক বিতরণ করা হয়। 

এসময় কৃষক শনাক্তকারী হিসাবে বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Wednesday, July 23, 2025

সাজেক-বাঘাইহাট সড়কে নন্দারাম এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ

 সাজেক-বাঘাইহাট সড়কে নন্দারাম এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কে নন্দারাম এলাকায় রাতভর ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাজেক-বাঘাইহাট সড়কে নন্দারাম এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (২৪জুলাই) রাত আনুমানিক ৪ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কের চম্পাতলী এবং নন্দারাম নামক এলাকায় অতিবৃষ্টির কারনে পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে উক্ত সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,(৬ইবি বাঘাইহাট জোন এর আওতাধীন মাচালং আর্মি ক্যাম্প হতে আনুমানিক ১কিঃমিঃ ও ৫কিঃমিঃ দক্ষিণে এবং চম্পাতলীতে আনুমানিক ৫০ মিটার, নন্দারাম এলাকায় ৩টি স্থানে যথাক্রমে আনুমানিক ৫০,৩০এবং৩০ মিটার রাস্তা পাহাড় ধসে সম্পূর্ণভাবে মাটি দিয়ে ভরাট হয়ে গেছে।

পরবর্তীতে সংবাদ পেয়ে সকাল সাড়ে ৭ ঘটিকায় দিঘীনালা হতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্থানীয় লোকজনের সহায়তায় মাটি সরানোর কার্যক্রম শুরু করেন। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের দলের কাছে মাটি সরানোর পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় ধীরগতিতে কাজ চলমান রয়েছে বলে জানা যায়। 

উল্লেখ,সড়ক ও জনপদ এর সাহায্যে রাস্তা থেকে মাটি না সরালে সাজেকে আটকে যেতে পারে শতশত পর্যটক। এখন পর্যন্ত ঘটনাস্থলে কোন আইন শৃঙ্খলা বাহিনীর টহল দল উপস্থিত হননি বলে জানা যায়। 

এদিকে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবার ও সাজেক-বাঘাইহাট সড়কে চলাচল কারী সকল যানবাহন চালকদের সর্তক ভাবে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

ছাত্রনেতা মরহুম জসিম উদ্দিনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নিল ফারুক আহমেদ সাব্বির

 ছাত্রনেতা মরহুম জসিম উদ্দিনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ খবর নিল ফারুক আহমেদ সাব্বির 

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সংগঠক ছাত্রদল নেতা মরহুম জসিম উদ্দিনের কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজখবর নিয়েছেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি ফারুক আহমেদ সাব্বির।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত তালুকদার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুস মানিক, যুগ্ম আহ্বায়ক শাহাদাত মোল্লা, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সরোয়ার গাজী ও কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কবর জিয়ারতের পরে ফারুক আহমেদ সাব্বির বলেন, “মরহুম জসিম শুধু একজন সংগঠকই ছিলেন না—তিনি ছিলেন ছাত্রদলের এক উজ্জ্বল নক্ষত্র। তার সাহস, স্পষ্টভাষী মনোভাব ও নেতৃত্বগুণ আজকের তরুণদের জন্য অনুকরণীয়। ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন ও গুম-খুনের রাজনীতির মধ্যেও তিনি শিক্ষার আলো ছড়াতে সংগ্রাম করেছেন।”

তিনি আরও বলেন, “ছাত্রদল কখনো পেছনে ফিরে তাকায় না। শহীদ জসিমদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে সামনের কাতারে থাকবো। দমন-পীড়নে নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে আমাদের চূড়ান্ত বিজয়।”

পরিশেষে তিনি মরহুম জসিম উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Tuesday, July 22, 2025

বাঘাইছড়িতে বিমান দুর্ঘটনার নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

 বাঘাইছড়িতে বিমান দুর্ঘটনার নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটি বাঘাইছড়িতে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭ ঘটিকায় চৌমুহনী বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য,গত ২১ জুলাই ২০২৫ তারিখে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পাইলটসহ স্কুলের ও কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষ হতাহত হন।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা সহ জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন—জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া এ দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এই শোকের একাত্মতা প্রকাশ করে, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার দৃঢ়অঙ্গীকার জানিয়েছেন। 

উক্ত মিলাদ মাহফিলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্যও বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মধ্যমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ রবিউল ইসলাম। 


Sunday, July 20, 2025

কক্সবাজারে সালাহ উদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

 কক্সবাজারে সালাহ উদ্দিনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটি বাঘাইছড়িতে কক্সবাজারের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চিফ কোঅর্ডিনেটর ও নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৮ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যামে শেষ হয়।

উক্ত সমাবেশে বাঘাইছড়ি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত মোল্লা'র সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য মোঃ নাহিদুল আলম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জিন্নাত তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউনুস মানিক, সদস্য সচিব মোঃ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুর কবির, বর্তমান সভাপতি হাবিবুর রহমান তারেক, সাবেক সদস্য সচিব সারোয়ার গাজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল সহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

সমাবেশে বক্তারা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে "অশালীন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত" উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা তাকে ‘ডার্বি নাসির’ আখ্যা দিয়ে অবিলম্বে বিএনপি সহ দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তিনি ক্ষমা না চান তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা আরো বলেন, এনসিপি ও কিছু রাজনৈতিক দল যারা বিগত ১৭ বছর ধরে ছদ্মবেশী রাজনীতি করে এসেছে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য সফল হবে না উল্লেখ করে তারা সেসব দলকে সুষ্ঠু ধারায় ফিরে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৯ জুলাই কক্সবাজার শহরের লালদীঘি পাড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দেওয়া বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারী সরাসরি সালাহ উদ্দিন আহমেদের নাম উল্লেখ না করেই বলেন—

“আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল; এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে, চাঁদাবাজি করছে। তার নাম না বললাম, আবার নাকি সে সংস্কার বোঝে না।”

এই বক্তব্যের প্রতিবাদেই বাঘাইছড়িতে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বাঘাইছড়িতে জেলা নেতৃবৃন্দর আগমন উপলক্ষে মারিশ্যা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা

 বাঘাইছড়িতে জেলা নেতৃবৃন্দর আগমন উপলক্ষে মারিশ্যা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটি বাঘাইছড়িতে জেলা নেতৃবৃন্দর আগমন উপলক্ষে ৩৩ নং মারিশ্যা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) রাত ৯ঘটিকায় মুসলিম ব্লক মোঃ সোহেল সওদাগর এর দোকান সংলগ্ন ময়দানে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্তুতি সভায় ৩৩নং মারিশ্যা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মারিশ্যা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ ছব্বত আলী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপি'র সহ-সভাপতি নূর মোহাম্মদ।  

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আজগর আলী, উপজেলা বিএনপি'র সদস্য মোঃ আক্কাস আলী, উপজেলা বিএনপির সদস্য মোঃ সেলিম জাবেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নূরউদ্দিন রাজু,বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুমান,পৌর বিএনপি'র সহ-সাংগঠনিক আবু জাহেদ ও মারিশ্যা ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ সাইজ উদ্দিন সাজু সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উক্ত সাংগঠনিক সভায় বক্তারা বলেন,আগামীর রাষ্ট্রনায়ক ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ২২ জুলাই জেলা নেতৃবৃন্দর আগমন উপলক্ষে সমাবেশ যে কোনো মূল্যে সফল করতে হবে। তারা অভিযোগ করেন, পতিত স্বৈরশাসকের চোখরাঙানি, দমন-পীড়ন এবং অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে বিএনপি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে।

বক্তারা আরও বলেন, যতদিন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা না দেবে, ততদিন রাজপথেই আন্দোলন অব্যাহত থাকবে। নির্বাচনের মাধ্যমেই বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। এখন আর দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ নেই। তাই প্রতিটি নেতাকর্মীকে কর্মীবান্ধব হতে হবে, জনগণের কাছে যেতে হবে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, গত ১৭ বছরে বিএনপি মামলা-হামলার শিকার হলেও কোনো ষড়যন্ত্র তাদের দমাতে পারেনি। এই দীর্ঘ আন্দোলনের ফল হিসেবে তারা গত ৫ আগস্টের ঘটনাকে উল্লেখ করেন এবং অভিযোগ করেন, একটি গোষ্ঠী স্বার্থান্বেষী মনোভাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে ভুল বোঝাচ্ছে যেন নির্বাচন না দিয়ে তারা ক্ষমতায় থাকতে পারে।

পরিশেষে বক্তারা আগামী ২২ জুলাই রোজঃ মঙ্গলবার সমাবেশ'কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফল করার আহ্বান জানান।

বাঘাইছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে মা সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

 বাঘাইছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে মা সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটি বাঘাইছড়িতে "তারুণ্যের উৎসব–২০২৫" উপলক্ষে উপজেলার বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (২০ জুলাই) সকাল ১১ঘটিকায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের প্রাঙ্গণে "নিম,রঙ্গন,কাটবাদাম,জবা ও রাধা চুরা" সহ বিভিন্ন ঔষধি প্রজাতি ও ফুলের চারা রোপণ এবং শ্রেণী কক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে বাঘাইছড়ি পৌর যুবদলের আহ্বায়ক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাবেদুল আলম। 

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কমিটির সদস্য নজরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মাবুদ ও অভিভাবক প্রতিনিধি সিরাজুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও মা অভিভাবকবৃন্দ।

উক্ত মা সমাবেশে বক্তা বলেন, আজকের একটি গাছ আগামীর জীবনের প্রতীক। গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে রক্ষা করে। ‘তারুণ্যের উৎসব’ শুধু বিনোদনের উৎসব নয়, এটি দায়িত্ববোধেরও উৎসব। একটি গাছ লাগানো মানে একটি নতুন পৃথিবীর বীজ বপন। আসুন, সবাই অন্তত একটি করে গাছ লাগাই ও পরিচর্যা করি সবুজ হোক বাংলাদেশ, সবল হোক ভবিষ্যৎ। বক্তারা আরো বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খল বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারকেও দায়িত্ব নিতে হবে। বিদ্যালয়ের যে কোনো সমস্যা সমাধানে স্কুল কমিটি সর্বদা পাশে থাকবে।

Friday, July 18, 2025

বাঘাইছড়িতে মধ্যম পাড়া আদর্শ যুব সংঘের খেলোয়াড়দের সংবর্ধনা

 বাঘাইছড়িতে মধ্যম পাড়া আদর্শ যুব সংঘের খেলোয়াড়দের সংবর্ধনা

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটি বাঘাইছড়িতে অধ্যাপক মরহুম এম জহির আহম্মেদ ও মরহুম মোঃ শাহ আলম স্মৃতি স্মরণে অলিম্পিক বার ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় মধ্যম পাড়া আদর্শ যুব সংঘের খেলোয়াড়দের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

শুক্রবার (১৮জুলাই) রাতে মধ্যম পাড়া আদর্শ যুব সংঘের আয়োজনে মধ্যম পাড়া মাঠে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় মধ্যম পাড়া আদর্শ যুব সংঘের টিম ম্যানেজার শাহাদাত মোল্লা'র সঞ্চালনায় বাঘাইছড়ি পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাঁজা। 

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যম পাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তারা মধ্যম পাড়া আদর্শ যুব সংঘের খেলোয়াড়দের কে ধন্যবাদ জানান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সকল খেলোয়াড়দের কে। বক্তারা আরো বলেন “এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত ভাবে হলে যুবসমাজ মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে সুস্থ বিনোদনের মাধ্যমে বিকশিত হবে। এর মাধ্যমে আগামীতে একটি গঠনমূলক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরি হবে। ভবিষ্যতে ও এরকম খেলার আয়োজন করার জন্য আহ্বান জানান।

আলোচনা সভার শেষে খেলোয়াড়দের মাঝে দলীয় ট্রফি ও ব্যাক্তিগত পুরুষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ঐতিহাসিক জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাঘাইছড়িতে বিএনপির মৌন মিছিল

 ঐতিহাসিক জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাঘাইছড়িতে বিএনপির মৌন মিছিল

বাঘাইছড়ি প্রতিনিধি:

সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়িতেও বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (১৮ জুলাই) সন্ধ্যায় সাড়ে ৭ঘটিকায় আয়োজিত এই মিছিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে এসে মৌন মিছিলটি সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যামে শেষ হয়।

মৌন মিছিল সমাবেশে বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাঁজা'র সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু। 

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম,সাংগঠনিক সম্পাদক বদিউল আলম,উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উক্ত সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা সব সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোনো স্থান হবে না।

বক্তারা আরো বলেন, আগামীতে যদি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে। তখন একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে—যেখানে থাকবে বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভিন্নমতের স্বাধীনতা। বক্তারা ঘোষণা দেন, ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে যেন আর কেউ স্বৈরশাসক হয়ে উঠতে না পারে—সেই লক্ষ্যে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে।


Thursday, July 17, 2025

বাঘাইছড়িতে অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

 বাঘাইছড়িতে অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে হাজী মরহুম অধ্যাপক এম জহির আহম্মদ ও মরহুম শাহ আলম স্মৃতি স্মরণে অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪ঘটিকয় বটতলী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বটতলী সরকারি প্রাঃ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মধ্যম পাড়া আদর্শ যুব সংঘ বনাম কাচালং নবীন সংঘ জুনিয়র একাদশ এর ফাইনাল ম্যাচ। 

উক্ত খেলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরউদ্দীন রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম। উপজেলা বিএনপির অর্থ-সম্পাদক ইউসুফ নবী।বাঘাইছড়ি পৌর বিএনপির সহ-সভাপতি আবছার উদ্দীন। বাঘাইছড়ি পৌর যুব দলের আহবায়ক নিজাম উদ্দীন। বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতাব আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উক্ত খেলায় "মধ্যম পাড়া আদর্শ যুব সংঘ বনাম কাচালং নবীন সংঘ জুনিয়র একাদশ"প্রতিদ্বন্দ্বিতায় কোন দল বিজয়ী না হওয়ায় পরবর্তীতে ট্রাইবেকারে মাধ্যমে "মধ্যম পাড়া আদর্শ যুব সংঘ" ৩-২ গোলে পরাজিত করেন কাচালং নবীন সংঘ জুনিয়র একাদশকে। 

খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি জাবেদুল আলম বলেন, যাদের স্মরণে খেলার আয়োজন করা হয়েছে তারা এই এলাকার কৃতি সন্তান ছিলেন এবং তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এলাকাবাসীর উদ্দেশ্যে তাদের কৃতিত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে নুরুউদ্দীন রাজু বলেন, টুর্নামেন্ট সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পারায় সকলকে ধন্যবাদ জানান এবং সুন্দর খেলা উপহার দিয়ে দর্শকদের আনন্দিত করায় খেলোয়াড়দের কে ধন্যবাদ জানান।সেই সাথে বটতলী স্পোর্টিং ক্লাবের নানাবিধ সমস্যা নিরসনে নেতৃবৃন্দ দের আহ্বান জানান।

বক্তব্য শেষে বিজয়ী দলকে ট্রফি ও প্রাইজমানি হিসেবে ১৫০০০ টাকা পুরষ্কার এবং রানার্স আপ দলকে ট্রফি ও প্রাইজমানী হিসেবে ১০০০০ টাকা পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বাঘাইছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী

 বাঘাইছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী

বাঘাইছড়ি প্রতিনিধি:-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে "তারুণ্যের উৎসব–২০২৫" উপলক্ষে উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১ঘটিকায় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের প্রাঙ্গণে "নিম গাছ,রঙ্গন,কাটবাদাম,জবা ও রাধা চুরা" সহ বিভিন্ন ঔষধি প্রজাতি ও ফুলের চারা রোপণ করা হয়। 

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমতুল্লাহ দেওয়ান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহ জালাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী তারা ও মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। 

এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমতুল্লাহ দেওয়ান বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আজ থেকে আমাদের বিদ্যালয়ের কর্মসূচী শুরু হলো। আমরা ধাপে ধাপে বাকী আরে ৫টি কর্মসূচী পালন করবো। তিনি আরো বলেন,“আজকের একটি গাছ আগামীর জীবনের প্রতীক। গাছ শুধু ছায়া বা ফলই দেয় না—জীবনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।” “তারুণ্যের উৎসব মানে কেবল বিনোদন নয়—দায়িত্বের উৎসবও। একটি গাছ লাগানো মানে একটি নতুন পৃথিবীর বীজ বপন। আসুন, সবাই অন্তত একটি করে গাছ লাগাই এবং পরিচর্যা করি। সবুজ হোক বাংলাদেশ, সবল হোক ভবিষ্যৎ।”

Wednesday, July 16, 2025

বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

বাঘাইছড়ি প্রতিনিধি-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা ক্রিয়া সংস্থা'র আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) বিকাল ৪ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ মাঠে জমকালো আয়োজনে বাঘাইছড়ি উপজেলা একাদশ বনাম মাটিরাঙ্গা উপজেলা গোমতী ফুটবল একাডেমি'র মধ্যে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী। 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা প্রধান ও বিভাগীয় মীর কামাল হোসেন, জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম,বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাঁজা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। 

এসময় অতিথিবৃন্দ বলেন, উভয় দল ভালো খেলা উপহার দিয়েছে, সুন্দর খেলা উপহার দেওয়ায় সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানান। অতিথিবৃন্দ আরো বলেন “এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত ভাবে হলে যুবসমাজ মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে সুস্থ বিনোদনের মাধ্যমে বিকশিত হবে। এর মাধ্যমে আগামীতে একটি গঠনমূলক ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরি হবে। ভবিষ্যতে ও এরকম খেলার আয়োজন করার জন্য আহ্বান জানান।

উক্ত খেলায় "বাঘাইছড়ি উপজেলা ফুটবল একাদশ ও মাটিরাঙ্গা উপজেলা গোমতী ফুটবল একাডেমি" ২-২ গোলে সমতায় থেকে খেলা শেষ করে। পরে উভয় দলকে বিজয়ী ঘোষণা করা হয়, খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবং মাটিরাঙ্গা গোমতী ফুটবল একাডেমির কোচার মোঃ সুলতানা ভুঁইয়া'কে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

খেলাটি উপভোগ করতে স্থানীয় জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ, উৎসাহী দর্শকদের করতালিতে মুখর ছিল পুরো আয়োজন।

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

 বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ  ‎বাঘাইছড়ি প্রতিনিধি-  ‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স...